Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গোপালচকের সাধারণ মানুষ আপন করে নিল শুভেন্দুকে

বাবলু বন্দোপাধ্যায় ,কোলাঘাট
অরাজনৈতিক সভা, আবেগ উচ্ছ্বাসে সাধারণ মানুষ আপন করে নিল তাদের প্রিয় নেতা শুভেন্দু অধিকারীকে গোপালচকে। রাজনৈতিক সভা নয়, এসেছিলেন অরাজনৈতিক সভায়, সাধারণ মানুষ আপন করে নিল তাদের প্রিয় নেতা শুভেন্দু অধি…

 



বাবলু বন্দোপাধ্যায় ,কোলাঘাট


অরাজনৈতিক সভা, আবেগ উচ্ছ্বাসে সাধারণ মানুষ আপন করে নিল তাদের প্রিয় নেতা শুভেন্দু অধিকারীকে গোপালচকে। 

রাজনৈতিক সভা নয়, এসেছিলেন অরাজনৈতিক সভায়, সাধারণ মানুষ আপন করে নিল তাদের প্রিয় নেতা শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুর জেলার চকগোপালে। বুধবার ভক্তদের র‍্যালির মাধ্যমে গ্রামীণ ছয় থেকে সাত কিলোমিটার পথ অতিক্রম করে দ্বিতীয় তারাপীঠ মন্দিরের উদ্বোধন করলেন সনাতন ধর্মে বিশ্বাসী শুভেন্দু অধিকারী। উদ্বোধন করতে এসে তিনি বলেন ভারতবর্ষের বিভিন্ন ধর্মের ঐতিহ্য রয়েছে। যশোশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন রাম মন্দিরের সূচনা করেছেন, আবার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তাদের ধর্ম আচরণের জন্য পাঁচ একর জমি ও দিয়েছেন। ভারত বর্ষ হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের দেশ। আজকের এখানকার আয়োজক সংস্থা সনাতন ধর্মের সদর্থক ভূমিকা নিয়ে যে মন্দিরের প্রতিষ্ঠা করলেন, তাতে একজন অংশীদার হতে পেরে আমি গর্বিত। বিভিন্ন স্থানে ভিন্ন ধর্মের সঙ্গে আমার আত্মিক যোগাযোগ রয়েছে। মানুষ ভালবাসে বলেই বিভিন্ন ধর্মের মানুষের কাছে যাই। আজকের অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রভঞ্জন দোলোই, সিদ্ধার্থ চক্রবর্তী, আফজল শা প্রতীক পাখিরা, নব কুমার চক্রবর্তী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন কথা প্রসঙ্গে তিনি বলেন আজকের এই অনুষ্ঠান ধর্মীয়। রাজনৈতিক কোন কথা বলা ঠিক নয়,সময় এলে আবার রাজনৈতিক বিষয় নিয়ে বল হয়।