হলদিয়ার বাম বিধায়িকা তাপসী মন্ডলের বাড়িতে গত রাতে বোমাবাজি করা হয়। উল্লেখ্য গত বছর ১৯ শে ডিসেম্বর মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতে সিপিএম ছেড়ে যোগ দেন বিজেপিতে।এবং বিজেপিতে যোগ দেওয়ার পরে এই প্রথম তার বাড়িত…
বোম নিস্ক্রিয় করার জন্য জলের বালতিতে ডোবানো হয়েছে। |
হলদিয়ার বাম বিধায়িকা তাপসী মন্ডলের বাড়িতে গত রাতে বোমাবাজি করা হয়। উল্লেখ্য গত বছর ১৯ শে ডিসেম্বর মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতে সিপিএম ছেড়ে যোগ দেন বিজেপিতে।এবং বিজেপিতে যোগ দেওয়ার পরে এই প্রথম তার বাড়িতে বোম নিক্ষেপ করা হয়।তাপসী মন্ডল অভিযোগ তৃনমূলের দুস্কৃতিরা তার বাড়িতে পূর্বেও হামলা চালিয়েছে।এবং তার অনুমান গত রাতেও তৃনমূল আশ্রিত দুস্কৃতিরাই বোমাবাজি করেছেন।
তিনি আজ সকালেই স্থানীয় দূর্গাচক থানায় অভিযোগ জানিয়েছেন।এবং দূর্গাচক থানার পুলিশ ঘটনাস্থলে এসে বোমগুলি নিস্ক্রিয় করে উদ্ধার করে নিয়ে যায়।তিনি আরও বলেন বিধায়ক হওয়ার পর থেকেই বারবার তার ওপর হামলা চালানো হয়েছে।এজন্য তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা দাবী করেছেন।