'নতুন তারের বাদ্য' প্রতিবিম্ব রায় (28.01.2021)~~~~~~~~~~~~~~যে গেছে সে যাক না চলে মিছেই চোখের জল,জীবন রে তুই দুঃখ ভুলে সমুখ পানে চল ।
যে চাওয়া মোর হয়নি পাওয়াথমকে সেথায় গিয়ে, দিনের শেষে পড়বো কি গোশূন্য খাতা নিয়ে…
'নতুন তারের বাদ্য'
প্রতিবিম্ব রায়
(28.01.2021)
~~~~~~~~~~~~~~
যে গেছে সে যাক না চলে
মিছেই চোখের জল,
জীবন রে তুই দুঃখ ভুলে
সমুখ পানে চল ।
যে চাওয়া মোর হয়নি পাওয়া
থমকে সেথায় গিয়ে,
দিনের শেষে পড়বো কি গো
শূন্য খাতা নিয়ে !
ছেদ পড়েছে যে কবিতায়
পাইনি ভাষা খুঁজে,
ঐ টুকুই তোর পাওনা ছিলো
নে না হৃদয় বুঝে ।
ভেবো না গো নদী তুমি
নিঃস্ব সাগর বিনে,
পথ হারানো তোমার ধারা
কেউ নেয়নি কিনে...
ব্যর্থ বরং সাগর ভাবো
তোমায় পেতে নদী
'ভালোই আছি' বলো তারে
দেখা হয় যদি।
যত্নে রাখা হৃদয় মাঝের
বাসি ফুলের মালা,
আর কিছু না বাড়িয়ে তোলে
মনের মাঝে জ্বালা ।
সুর যদি না আসে বীণায়
জোড়ো নতুন তার,
জনস্রোতে সবাই একা
কেবা তুমি কার ।