Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে তৃণমূলের বশ্যতা বিরোধী মঞ্চ

বিশ্বাসঘাতকদের আমরা কোন দিনই ঠাঁই দেবো না। আমাদের ঐক্যকে কোন দিনই ভাঙ্গতে দেব না।বশ্যতা বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি মঞ্চ থেকে বললেন রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু।

বেশ কয়েকদিন ধরে নন্দীগ্রামের রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী। রবিবার বিক…

 


বিশ্বাসঘাতকদের আমরা কোন দিনই ঠাঁই দেবো না। আমাদের ঐক্যকে কোন দিনই ভাঙ্গতে দেব না।বশ্যতা বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি মঞ্চ থেকে বললেন রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু।



বেশ কয়েকদিন ধরে নন্দীগ্রামের রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী। রবিবার বিকেলে নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়া ভুতা মোড়ে কালিচরণপুর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে জনসভার আয়োজন করা হয়।

 ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম মন্ত্রী পূর্ণেন্দু বসু ছাড়াও সাংসদ দোলা সেন,পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক তথা শহীদ জননী ফিরোজা বিবি।

 এছাড়াও নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ান, আবু তাহের সহ একাধিক তৃণমূলের নেতৃত্বরা। জমি অধিগ্রহণের বিরুদ্ধে ২০০৭সালে ৩রা জানুয়ারী ভুতা মোড়ের কাছেই স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ এবং "পুলিশি আক্রমণের" মধ্য দিয়ে জমি রক্ষা আন্দোলনের সূচনা হয়েছিল। 


এই ঘটনা স্মরণ করতে ২০০৮সাল থেকে প্রতিবছর ভুতা মোড়ে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভা করে থাকে।সভায় আগে হাজির থাকতেন শিশির, শুভেন্দু, দিব্যেন্দু অধিকার মত তৃণমূলের নেতারা। এবছর স্মরণ সভা হল অধিকারীদের ছাড়াই। আজকের এই স্মরণসভায় হাজারে হাজারে নন্দীগ্রামের মানুষ ভিড় জমিয়েছিল।