Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ায় তারাপীঠ মন্দিরে শুভেন্দু অধিকারী

বাঙালির কাছে তারা মায়ের দর্শন একটা আলাদা অনুভূতি।তবে ইচ্ছে থাকলেও মায়ের দর্শন অনেক সময় বাদসাধে দূরত্ব আবার কখনো ব্যপক ভিড়।আর এর সমাধান জেলাবাসীদের কাছে দ্রুত অনেকটাই সমাধান হতে চলেছে শুধু সময়ের অপেক্ষামাত্র।কারন পূর্ব মেদিনীপুর জ…

বাঙালির কাছে তারা মায়ের দর্শন একটা আলাদা অনুভূতি।তবে ইচ্ছে থাকলেও মায়ের দর্শন অনেক সময় বাদসাধে দূরত্ব আবার কখনো ব্যপক ভিড়।আর এর সমাধান জেলাবাসীদের কাছে দ্রুত অনেকটাই সমাধান হতে চলেছে শুধু সময়ের অপেক্ষামাত্র।কারন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের চক্ গোপাল গ্রামে তৈরী হচ্ছে দ্বিতীয় তারাপীঠের মন্দির।

প্রায় ৬ একর জায়গার ওপর ৯০ ফুট উচ্চতা সম্পন্ন তারামায়ের মন্দির।৫১ টি সিঁড়ি ভেঙে উঠতে হবে দেবীদর্শনে।মাঠের মাঝে দৃষ্টিনন্দন পরিবেশে চকগোপাল গ্রামের বেশকিছু মানুষ বিশেষ আর্থিক সহায়তা সহ পার্শ্ববর্তী বেশকয়েকটি গ্রামের মানুষের বিশেষ সহযোগিতায় কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরী হচ্ছে তারাপীঠের আদলে তারামায়ের মন্দির।



পাঁশকড়ার ,মাইসোরা গ্রাম পঞ্চায়েতের চকগোপাল এ দ্বিতীয় তারাপীঠ মন্দিরের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী।রাস্তায় মানুষজনের উৎসাহ লক্ষ্য করা যায়।ফুল দিয়ে অভ্যর্থনা জানায় উৎসুখ মানুষজন।মাইসোরায় নিহত তৃনমূল নেতা কুরবান শা র দাদা আফজাল শা র সঙ্গে দেখা করে শুভেন্দু অধিকারী।মন্দিরে ঢোকার আগে স্বামী বিবেকানন্দর স্টাচুতে মাল্যদান করেন। 

তারা মায়ের সামনে আরতি ও করেন।এইদিন এক‌ই মঞ্চে দেখাও গিয়েছিল নিহত কুরবান শা এর দাদা আবজল শা কেও।এইদিন তিনি বলেন আমি সনাতন ধর্মে আছি,থাকবো। মন্দির কতৃপক্ষ যদি সুযোগ দেন তাহলে অবশ্যই মন্দিরের সেবা কাজে নিযুক্ত থাকবো।