Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি, সাহিত্যিক সুব্রত মিত্রের কবিতা গুচ্ছ

এহেন জীবন কবি সুব্রত মিত্র কে বলেছে ঐটা আমার জন্য? ওটা তো আমার জন্য নয় কে বলেছে ঐটা ওর জন্য? ওটা তো ওর জন্য নয় সবটার সবকিছু সবার জন্য নয় দিশেহারা গতিপথের অমীমাংসিত সংশোধন আমার জন্য রয় পথ হারিয়ে যায় সময়ের হাত ধরে সময় চিরকালই ম্…

 


 এহেন জীবন
কবি সুব্রত মিত্র

কে বলেছে ঐটা আমার জন্য?
ওটা তো আমার জন্য নয়
কে বলেছে ঐটা ওর জন্য?
ওটা তো ওর জন্য নয়

সবটার সবকিছু সবার জন্য নয়
দিশেহারা গতিপথের অমীমাংসিত সংশোধন আমার জন্য রয়
পথ হারিয়ে যায় সময়ের হাত ধরে
সময় চিরকালই ম্লানতা;গ্লানি,আর শালীনতার গান করে

আমার জন্য মুক্ত গগনে রুদ্ধ কারার বাস
সহবাস হয় তাই আকাশের সাথে
সহবাস হয় তাই বাতাসের সাথে,
আশ্বাস প্রশ্বাস ছুটে গেছে সব;ছুটে গেছে সব দোলাচল;
ছুটে গেছে নিশি ভরা তারারা;ছুটে গেছে সেই নবনব কল্লোল,

রয়ে গেছে একটা ভাঙ্গা কৈশোরের চাঙ্গা দারিদ্রতা;
রয়ে গেছে হারানো প্রেমের বিষাদের আদ্রতা,
উজ্জ্বল ইতিহাসে;উজ্জ্বল ভবিষ্যতে ওদের নামগুলো সর্নাক্ষর হয়,
সোনার চামচ মুখে জীবন ভাসলে সুখে
সেই জীবন ততখানি শিক্ষণীয় নয়।
শূন্য থেকে উঠে এসে ইতিহাসে নাম লেখে
এমনতর জীবন যাবে প্রজন্মের পর প্রজন্মের হাতে শিক্ষা দিয়ে।

****************
 বিদায় প্রিয়
কবি সুব্রত মিত্র

ফিরে আসা হবে না আমার
হয়নি সময় তবু সময় হয়েছে যাবার,
ঠিকানা খোঁজার আগে ঠিকানায় চিঠি আসে
চলে যাবো বলে দিলে দূরে ঠেলে
তুমি ভালো থেকো আমার সুজন,
ভালোবেসে গেলাম এতদিন তবু পারিনি হতে তোমার আপন।

সমাধি করো না মোর;লিখোনা মোর পুনর্জন্মের সমাপনের ভাষা
আশা ছিল ভালোবাসার
আশা ছিল ঘর বাঁধার
তোমার প্রেমিক হওয়ার ছিল বড় প্রত্যাশা,
মুছে ফেলি সব স্মৃতি;
যত শিহরণ আর পশমের গোড়া হতে মেরে ফেলি সব অনুভূতি।

ফিরব না আমি আর তোমাদের দ্বারে
ভুলে যেও প্রিয়,
ভুলে যেও মোরে।

***********:
 আমি অপারক
কবি সুব্রত মিত্র

আমি এখনই অমন চসমখোর হতে পারবো না
পারবো না হতে একশত শতাংশ পয়সার গোলাম
তবু নিলাম হতে দিইনি নিজের ব্যক্তিসত্তা।

ব্যক্তিসত্তা বলেও আজ আর কিছু নেই ... !

নেই কোন চাহিদাহীন জীবন
জীবন আজ জীবনের জন্য নয়,
জীবন শুধু দাঁড়িয়ে থাকে পয়সার অপেক্ষায়।
আমার মৃত্যুর কল্পনা আঁকা নিশ্চিত,
ভেবে দেখলাম আমি
ভেবে দেখলাম একমাত্র মৃত্যুই শান্তির প্রতীক।

গোলাম হয়েছি সাধনার
গোলাম হয়েছি আরাধনার
কঠিন সাধনা আর প্রেমের আরাধনার পাশে
পয়সাহীন জীবন এক সামাজিক অপবাদ।

সংসার বলে কিছু নেই
মায়া বলে কিছু নেই
প্রেম বলে কিছু নেই
উষ্ণতা বলে কিছু নেই
উদারতা বলে কিছু নেই
নেই ভালোবাসা নামক কোন নাম।

আমি আছি,ছিলাম,থাকবো
তবু পারিনি,পারবোও না হতে পয়সার গোলাম।