Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গুরুতর অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়

তরুন চট্টোপাধ্যায়, কলকাতা।বিষে বিষ তো চলে গেল। এলো একুশ। একদিন কাটতে না কাটতেই আবার খারাপ খবর। মহারাজ হাসপাতালে । হ্যাঁ সৌরভ গঙ্গোপাধ্যায় ।আজ সকালে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন তিনি।সামান্য সময়ের জন্য ব্লাক আউট ও হন। সঙ্গে…

 


তরুন চট্টোপাধ্যায়, কলকাতা।

বিষে বিষ তো চলে গেল। এলো একুশ। একদিন কাটতে না কাটতেই আবার খারাপ খবর। মহারাজ হাসপাতালে । হ্যাঁ সৌরভ গঙ্গোপাধ্যায় ।আজ সকালে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন তিনি।সামান্য সময়ের জন্য ব্লাক আউট ও হন। সঙ্গে সঙ্গে পারিবারিক চিকিৎসককে নিজেই ফোন করেন। আর তার নির্দেশেই কলকাতার এক নামী নার্সিং হোমে ভর্তি ।

বিসিসিআই এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবরে সমগ্র দেশ থেকে ফোন আসে। জয় শাহ নিজেও ফোন করেন সৌরভকে।

নানা পরীক্ষা নিরীক্ষা চলছে হাসপাতালে ।সামান্য কার্ডিয়াক সমস্যা রয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।
ক্রিকেট জগতের আইকন ও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভের সুস্হতা কামনায় সমগ্র দেশ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে ছেন।
মহারাজ ভালো আছেন। অন্য কোন সমস্যা নেই। তবুও সমস্ত রকম পরীক্ষা না করে তাঁকে নার্সিং হোম থেকে ছাড়া হবেনা বলেই জানা গেছে।