Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লেখিকা মধুমিতা হালদারের কবিতা সম্ভার

: #কবিতাশিরোনাম- মিথ্যে মায়াকলমে- মধুমিতা হালদারতারিখ-৭/১/২০২১
আর কতো দেখবো তোমার উদারতা? ছলনায় পা দিতে শেখোনি কখনো, সবাই তোমায় মিথ্যে মায়ার জালে বেঁধে রেখেছে। বোঝো না কি তুমি? এই দুনিয়ায় কেউ কারো নয়। ছিড়ে বেরিয়ে এসো। কেউ…

 


: #কবিতা

শিরোনাম- মিথ্যে মায়া

কলমে- মধুমিতা হালদার

তারিখ-৭/১/২০২১


আর কতো দেখবো তোমার উদারতা? 

ছলনায় পা দিতে শেখোনি কখনো, 

সবাই তোমায় মিথ্যে মায়ার জালে বেঁধে রেখেছে। 

বোঝো না কি তুমি? 

এই দুনিয়ায় কেউ কারো নয়। 

ছিড়ে বেরিয়ে এসো। 

কেউ তোমার ভালোবাসার মানে বোঝে না। 

ঠকেই চলেছো। 

আপন হতে চেও না তুমি, 

পারবে না। 

ছলাকলা শেখোনি কখনো। 

মিথ্যে জাল কেটে বেরিয়ে এসো, 

এই সমাজ তোমার জন্য দুঃখ ছাড়া কিছুই ফেরৎ দেবে না।

ধোঁয়ার মতো আবছা ভালোলাগা গুলো একদিন সবাই দমবন্ধ করে মেরে ফেলবে। 

নদীর পাড়টাও লোকের ভিড়ে হারিয়ে যাবে।

তোমার ঝুলিতে কিছুই ফেরত পাবে না। 

মিথ্যে মায়া বয়ে বেড়ানো।

*******************

 #কবিতা

শিরোনাম-অভিমান

কলমে- মধুমিতা হালদার

তারিখ-৮/১/২০২১


আমি ভেসে যেতে পারি মৃত্যুভীত স্তব্ধহীন নদীর ঢেউ ভাঙ্গা উচ্ছ্বাসে, 

একগলা জলে দাড়িয়ে শুধু কান্না ভেসে আসে। 

শত অভিশাপ শত শোক নিয়ে আপন মনে নিজের ইচ্ছায় চলো তুমি। 

দুঃখ গুলো ভুলে যেতে চাও। 

আপন ছন্দে চলতে গিয়ে সুখের খোঁজ করো। 

স্মৃতির অতল থেকে ঢেউ এসে আঁছড়ে পড়ে বুকের ভেতর। 

মৃত্যু ভয় কি আমায় মুক্তি দেবে?

নদী সবটাই তোমার নিজের ইচ্ছে। 

কতো শরীর থেকে প্রাণ কেড়ে নিয়েছো। 

এত খিদে কিসের? 

এবার তবে আমায় নাও। 

দেখো পারো কিনা। 

মৃত্যু ভয় থেকে মুক্তি দাও। 

তোমার দয়া ভিক্ষায় অশ্রুজলের হিসেব খুঁজি আমি।

******************

 #কবিতা

শিরোনাম- নতুন বছর

কলমে- মধুমিতা হালদার


নতুন বছরে তোমার আমার নতুন কোনো আশা

মেঘে মেঘে জমে উঠুক নতুন ভালোবাসা। 

নতুন বছরে নতুন খুশি মেলতে চাই দুটি ডানা, 

হারিয়ে যেতে চাই বহু দুরে কেউ আমাদের কোরো না মানা। 

দুঃখের মাঝে খুশি খুঁজবো প্রত্যেক নতুন দিনের প্রাতে, 

হিংসা মারামারি বন্ধ হোক‌ রাখবো হাতখানি তোমার হাতে। 

বাঁচবো মোরা যুদ্ধ শেষে হারাতে চাই না আপনজনা, 

নতুন বছরের দিনগুলোতে জীবনে থাকুক খুশির আনাগোনা।

পুরোনো বছরের মুছে যাক সব দুঃখ কষ্ট যন্ত্রণা, 

নতুন বছরের প্রদীপ জ্বালো ছুড়ে ফেলো নোংরা আবর্জনা। 

ভীতু চোখে দেখো না আমায় রেখো মনে আশা, 

সূর্যের আলো পড়বে এসে গড়বো মোরা ছোট্ট একখানি বাসা।