Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি সুব্রত মিত্রের কবিতা গুচ্ছ

: আজ ।এখন।কবি সুব্রত মিত্র
উঠে যেতে যেতে নেমে যাওয়া বেমানানবেমানান আজ সিঁড়ি বেয়ে উঠে আসাকঠিনপথের ধার মাড়ায় না প্রজন্মফাটকা প্রলোভন আর সহজ ভবিষ্যতের হালকা আশ্বাস।
বোকা বনে প্রজন্মের হাতিয়ারকলাকৌশল কেবল ওপর মহল,কুশপুত্তলিকা জ্বলে বা…


 : আজ ।এখন।

কবি সুব্রত মিত্র


উঠে যেতে যেতে নেমে যাওয়া বেমানান

বেমানান আজ সিঁড়ি বেয়ে উঠে আসা

কঠিনপথের ধার মাড়ায় না প্রজন্ম

ফাটকা প্রলোভন আর সহজ ভবিষ্যতের হালকা আশ্বাস।


বোকা বনে প্রজন্মের হাতিয়ার

কলাকৌশল কেবল ওপর মহল,

কুশপুত্তলিকা জ্বলে বাবুয়ানা-ওয়ালা প্রগতির


প্রিয়জন শূন্য,বাহুবল দুর্বল

লোকালয়ের আস্তারণে আচার খায় মনোবল

সারি সারি মহামারীর ছায়ায় করে গ্রাস কৃত্রিম আগ্রাসন।


তুষের আগুন হাসে;হাসে তর্জনী গৃহকোণে

নেই অস্তিত্ব উঠে আসার।

অধিক অগ্রগতির ফল বর্তমান বিশ্ব চঞ্চল,

নেই অস্তিত্ব ঘরে ফেরার

অস্তিত্ব আজ নেই কিছুর

আছে অস্তিত্ব শুধু পথ হারাবার।

:*******************

 বার্ধক্য

কবি সুব্রত মিত্র


বার্ধক্য জীবনকে করে তোলে পার্থক্য

বার্ধক্য আসে নেমে কল্পনায়

যেমন লাবণ্য হারা ঝরা পাতা তার ঠিকানায়,


বর্তমান প্রাক্তনের কাছে করে আত্মসমর্পণ

থিতিয়ে যায় জ্বলন্ত জীবনের সকল অভিলাষ

নবজাতক হতে চায়না অভিবাবক

বার্ধক্যে জীবনই হয়ে ওঠে জীবনের ঘাতক,

দশকের পর দশক,শতকের পর শতক,সহস্রের পর সহস্র

বার্ধক্যই চলমান জীবনকে করে তোলে মুহূর্ষ।


বেগতিক বিচ্যুতির স্বাভাবিক মূর্ছনা এই বার্ধক্যের যাতনা

প্রায়শ্চিত্তের হাতে আমার বার্ধক্য,এই আমি আমি না।

******************

: ইহাদেরই কেউ

কবি সুব্রত মিত্র


এখনো সূর্য ওঠে কিসের আসায় কেউ জানেনা

এখনো পথের সাথে মেশে পথ কিসের আশায় কেউ জানেনা

এখনো হাত ধরে হাত ছাড়ে কেউ কারোর কিসের প্রত্যাশায় কেউ জানেনা।


রোদ এসে ভেসে যায় চাতালের ধার ঘেষে

গাছের পাতার গায়ে ঝলমলে স্বপ্নের নীড়,

 দিবানিশি বাসর ভাঙে সদা বিবাদমুখর দিন

প্রথা হয় চন্ডাল সুখ বাণী হয়না স্থির।


আমার মতন নও তুমি

তোমার মতন নই আমি

কালের নিয়মে হারতে হারতে

একদিন আমি হয়ে যাবো অমিল।


কাঁদবেনা কারোর জন্য কেউ

হঠাৎ করে থেমে গিয়েও পুনরায় চালু হবে

চেনা অচেনা,জানা অজানার ঢেউ,

আমি যে ছিলাম ইহাদেরই কেউ।