Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা 
বিভাগ--গদ‍্য কবিতাশিরোনাম--নিঃসঙ্গ পান্ডুলিপিকলমে--শম্পা চট্টোপাধ্যায় ২৯/০১/২০২১
সবে সেদিন ছিল বৈশাখ -কালবৈশাখী কতবার এসে দাঁড়িয়েছে তারপর মাঝপথে।অনবরত দৃশ‍্যপটের পালাবদল অবিশ্বাস্য হলেও সম্ভাব‍্য হল কুমারী …

 


দৈনিক সেরা কলম সম্মাননা 


বিভাগ--গদ‍্য কবিতা

শিরোনাম--নিঃসঙ্গ পান্ডুলিপি

কলমে--শম্পা চট্টোপাধ্যায় 

২৯/০১/২০২১


সবে সেদিন ছিল বৈশাখ -

কালবৈশাখী কতবার এসে দাঁড়িয়েছে তারপর মাঝপথে।

অনবরত দৃশ‍্যপটের পালাবদল 

অবিশ্বাস্য হলেও সম্ভাব‍্য হল কুমারী গলিতে

মন জুড়ে কেবলই কাকতলীয় অবিচ্ছেদ‍্য ঘটনা ক্রমে।

ভালোবাসার ভ্রূণ জন্ম নিয়েছিল প্রগাঢ় অন্ধকারে।

তারপর প্রিয় ভালোবাসা কয়েক শতাব্দী পেরিয়ে গেলেও

চিঠি লেখা হয়নি তোমায় আর।

লেখা হয়নি নোনা বাষ্পীয় আবোলতাবোল গল্পগাঁথা!

অর্থহীন সময় অপচয়।

আজ অলস‍্য ইতিহাস রঙচটা দেশ ! 

আবেগের সঞ্চারিতে স্মৃতির পরতে পরতে ধুলোর আস্তরণ।

কিংবদন্তি ভালোবাসা চিরন্তনী ভাষা উদাস চায়ের কাপে।

কবিতা এখন গল্প বলে ! 

বালিশের মাঝে শ্বেত কঙ্কাল !

নরম বালিতে জমে যাওয়া ক্ষণস্থায়ী পায়ের ছাপ,

দিঘি জুড়ে জমাট দীর্ঘশ্বাস।

গণ্ডির বেড়া জালে নয়,বিদ্বেষে নয়,বাকবন্দি সংযমে।

হিসেবের খাতায় অঙ্ক মেলায় নিঃসঙ্গ পাণ্ডুলিপিতে।