Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতার অনুশীলন শিরোনাম :- অচেতন ভয়কলমে :-  শুভ্রজিৎ মণ্ডল তারিখ :- 28/01/2021
অন্ধকার যদি তোমার জীবনে শাশ্বত হয়ে দাঁড়ায়!জেনে রেখো,তার কারণ আলোর অনুপস্থিতি নয়!
আলো কখনো জীবনে ফিরবে না–                    এই যদি হয় তোমার দৃঢ় প্…

 


দৈনিক কবিতার অনুশীলন 

শিরোনাম :- অচেতন ভয়

কলমে :-  শুভ্রজিৎ মণ্ডল 

তারিখ :- 28/01/2021


অন্ধকার যদি তোমার জীবনে শাশ্বত হয়ে দাঁড়ায়!

জেনে রেখো,তার কারণ আলোর অনুপস্থিতি নয়!


আলো কখনো জীবনে ফিরবে না–

                    এই যদি হয় তোমার দৃঢ় প্রত্যয়!

কিন্তু আলো সবসময় আসে ফিরে ...

যদি তোমার প্রচেষ্টা নামধারী কোন ব্যর্থতা–

আঁধার কে পোষ না মানায়।


এই ভয়, ভ্রান্তি ভরা চেতনার দীর্ঘ সঞ্চয় !

       আসলে সত্যি কিছু নয়, 

তোমার মনের অজ্ঞাত সংশয়! 


আজ ভেঙে ফেল ওই জড়তায় 

ভরা বদ্ধ ধারণাগুলি,

নব ঝড় উঠুক কালরূপী মৃত্যু বিভীষিকার দিনে।


জাগ্রত কর্মশক্তিতে একদিন আসবে বিজয়!

ছড়িয়ে দাও, এই অজানা তথ্য–

নব প্রজন্মের দিশাহারা প্রতিবাদী প্রাণে!


যদি তুমি অনায়াসে মরুর 

কাঁটার উপর বিচরণ করো...

যাতে অন্ধচোখে অশ্রু আর শুষ্ক চরণে রক্ত ঝরে। 


তবে অপেক্ষা করো...

ফিরলেও ফিরতে পারে, বিবেকের দংশনে 

এই অব্যক্ত জীবনের কোন দুষ্প্রাপ্য মানে! 


এই ভয় আছে ঘেরা, কেবল শূণ্যতার ছায়ায়! 

      একদম সত্যি কিছু নয়, 

আসলে তোমার মনের অজ্ঞান বিস্ময়! 


..................................…....................................


🌿🌿🌿  সমাপ্তি  🌿🌿🌿