Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

খনন হলে কৃত্তিবাস ওঝা 14/01/2021 
খনন হলে বিষাদের ছায়ালোকে  কালপর্ব  জেগে থাকে ক্ষত চিহ্ন হয়ে বন্ধুর বেশে,  স্মৃতির স্বদেশে ।প্রবাসী পোষাক খুলে ফিরে আসে বারবার ঋতু ফসলের দেশে ।
শব্দগুলো ফেরিঘাটে সময় কাটায় রঙ তুলি ছাড়াই ছবি আঁকে বাল…

 


খনন হলে 

কৃত্তিবাস ওঝা 

14/01/2021 


খনন হলে 

বিষাদের ছায়ালোকে  কালপর্ব  জেগে থাকে 

ক্ষত চিহ্ন হয়ে 

বন্ধুর বেশে,  স্মৃতির স্বদেশে ।

প্রবাসী পোষাক খুলে 

ফিরে আসে বারবার 

ঋতু ফসলের দেশে ।


শব্দগুলো ফেরিঘাটে সময় কাটায় 

রঙ তুলি ছাড়াই ছবি আঁকে 

বালুচরে,  ভাটার ক্যানভাসে,

বারবার ফিরে আসে 

ঋতু ফসলের দেশে ।


ফোঁটা ফোঁটা রক্ত ঝরে 

কথাগুলো ঠিকানা হারায় 

সূর্য ওঠা সকালের ঘোমটা পরা ঘরে।

বিমূর্ত যাপনের সীমাহীন দুঃসময় 

সারাক্ষণ বিদ্রুপ করে ।


খনন হলে 

ক্ষত চিহ্ন থেকে যায় 

মানুষ ও প্রকৃতির অন্তরে, 

তৃতীয় নয়নের সূক্ষ্ম দূরবীক্ষণে 

তা' দেখা যায় ভালো করে ।