Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা : মানুষ হওয়ার মন্ত্র কাঁদেকলমে : রাজু বিশ্বাস।তারিখ : 14/01/21
ছুটছে জীবন ভীষণ রকম          অর্থনীতির চাপের ঘোরে,মান হুঁশেরই মন্ত্র সব           গুঙরে কাঁদে পথের ধারে।
বন্দি সবাই ভাবের ঘরে          ছুটছে কেন! কেউ জানেনা,মানু…

 


কবিতা : মানুষ হওয়ার মন্ত্র কাঁদে

কলমে : রাজু বিশ্বাস।

তারিখ : 14/01/21


ছুটছে জীবন ভীষণ রকম

          অর্থনীতির চাপের ঘোরে,

মান হুঁশেরই মন্ত্র সব

           গুঙরে কাঁদে পথের ধারে।


বন্দি সবাই ভাবের ঘরে

          ছুটছে কেন! কেউ জানেনা,

মানুষ হওয়ার প্রবল আশা

           খাচ্ছে কুরে সেই যাতনা।


দুহাত ভরেই লুটছে সবাই

             মুখেই হাসছে 'মানবতা',

প্রতিবাদের সময় এলে

             নিরব সমাজ, সব জনতা।


কে কাকে ঠিক দেখছে কেমন

            চোখ আড়ালে, নেই ভরসা;

সুযোগ পেলেই দিচ্ছে ছোঁবল

            বিষয় বিষের মত্ত নেশা!


প্রেম পিরিতের পদ্মলোচন---

           প্রথমে দেয় রক্তগোলাপ,

দু-চার মাসেই চোখের বালি

          নেই সময়েই- থমকে আলাপ!


সব পুঁথিতেই শ্রেষ্ঠ কথা

         সবার আগে পিতা-মাতা,

বুঝল মানুষ, জাগলো সমাজ

          বৃদ্ধাশ্রমেই তার সফলতা।


চোখের আগুন; কুমির-কান্না

          সময় স্রোতে যাচ্ছে ভেসে,

আধুনিকতায় ঢাকলো পোশাক

        আদিমতাই মুচকি হেসে!


হায়রে মানুষ ভাবের ফানুস

        ছুটলি শুধু অর্থ নেশায়,

মানুষ হওয়ার মন্ত্র কাঁদে

       বন্দি বুকের বাম খাঁচাটায়....