Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কড়া নিরাপত্তার মধ্যে আজ সারা রাজ্যে পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় চলছে টেট পরীক্ষা

বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল প্রায় চার বছর আগে ২০১৭সালে। প্রাথমিক শিক্ষক নিয়োগের (টেট) পরীক্ষা হচ্ছে আজ। করোনাকালেলকডাউন পরবর্তী পর্যায়ে এই পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে জেলা প্রশাসন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের রাখা হচ্…

 


বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল প্রায় চার বছর আগে ২০১৭সালে। প্রাথমিক শিক্ষক নিয়োগের (টেট) পরীক্ষা হচ্ছে আজ। করোনাকালেলকডাউন পরবর্তী পর্যায়ে এই পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে জেলা প্রশাসন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের রাখা হচ্ছে আইসোলেশন রুম। পরিবহন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর দুপুর একটায় পরীক্ষা শুরু হবে চলবে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত এবার পূর্ব মেদিনীপুর জেলার পরীক্ষা দেবেন প্রায় 14 হাজার পরীক্ষার্থী।পূর্ব মেদিনীপুর জেলায় মোট 30 টি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে।পরীক্ষার্থীদের মধ্যে করণা সংক্রমণ যাতে না ছড়ায় সে বিষয়টি মাথায় রেখে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে প্রশাসন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের থাকছে থার্মাল স্ক্রীনিং, স্যানিটাইজার ট্যানেল, মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না পরীক্ষা কেন্দ্রে। ইতিমধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢোকা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। কড়া নিরাপত্তার মধ্যে আজকের এই টেট পরীক্ষা হচ্ছে।