Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা - আমার আমি কলমে - শিবেশ মুখোপাধ্যায় ৩০/০১/২০২১
আমি অন্তর দিয়ে বুঝেছি, নিজের আনন্দের জন্য, নিজেকে আনন্দ দেবার জন্য অন্যের উপর নির্ভর করতে নেই। 
আমার দুঃখ কষ্টের জন্য, আমার একাকীত্বের জন্য কেউ দায়ী নয়। নিজেক…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা - আমার আমি 

কলমে - শিবেশ মুখোপাধ্যায় 

৩০/০১/২০২১


আমি অন্তর দিয়ে বুঝেছি, নিজের আনন্দের জন্য, নিজেকে আনন্দ দেবার জন্য অন্যের উপর নির্ভর করতে নেই। 


আমার দুঃখ কষ্টের জন্য, আমার একাকীত্বের জন্য কেউ দায়ী নয়। 

নিজেকেই নিজের আনন্দ খুঁজে নিতে হবে।


 কাছের মানুষ কেউ একজন হয়তো সাহায্য করবে, বাড়িয়ে দেবে তার নির্ভরতার হাত। বিশ্বাসের শক্ত বন্ধনে বেঁধে রাখতে চাইবে সম্পর্কের অটুট গেঁড়ো। 


তবু! আমাকেই দেখতে হবে, আমার ভালমন্দ, ভাললাগা না লাগা। দাম দিতে হবে আমার ইচ্ছে অনিচ্ছার। 


ভালোবাসতে হবে নিজেকে। 

অন্যের ভালো ভাবতে ভাবতে

নিজের দিকে তাকাতে পারিনি। 

ভেবেছি আমার জন্য ভগবান আাছে। 


ভগবানও মুখ ফিরিয়ে নেবে যদি তুমি নিজের প্রতি অবহেলা করো। 

এখন এই তো সময় নিজেকে নিয়ে ভাববার। নিজের জন্য কিছু করবার।