Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা গদ্য কবিতাশিরোনামঃ - কৃষ্ণকলি মেয়েকলমে - শুক্লা সরকারতারিখ - ২৯/০১/২০২১     **************
শিশুর নরম গালের মতো জোৎস্নার ঠোঁট নেমে আসে তার দুই চোখে,রুপালী নুপূর পায়ে যেতে যেতে -তীক্ষ্ণতম সুখের মতন, কৃষ্ণকলি মেয়ে ভাবে…

 


দৈনিক কবিতা 

গদ্য কবিতা

শিরোনামঃ - কৃষ্ণকলি মেয়ে

কলমে - শুক্লা সরকার

তারিখ - ২৯/০১/২০২১

     **************


শিশুর নরম গালের মতো জোৎস্নার ঠোঁট 

নেমে আসে তার দুই চোখে,

রুপালী নুপূর পায়ে যেতে যেতে -

তীক্ষ্ণতম সুখের মতন, কৃষ্ণকলি মেয়ে ভাবে,

তার প্রতিবাদহীন সর্বংসহ সময় এখন । আকাশ-পটে উল্কার চেতনা, 

অরক্ষিত বৃক্ষের মতন ধৈর্যের বাঁধন।

স্মৃতির ঘরে কিছু নিরালা গন্ধ ভেসে আসে।

পার্বণের স্বপ্ন ভাসে নিরন্ন-মানুষের চোখে,

বেদনার গল্প বুকের গভীরে ।

সোনালী চাঁদ এখন দুধের সাগরে 

ডুবে আছে । 

তাঁতের শাড়ি সেলাই গেঁথে গেঁথে, 

মেয়ে নক্সী কাঁথায় স্বপ্নকে ভালোবাসে ।

কৃষ্ণকলি কিশোরী মেয়ে, 

নিবিড়তম পাতা তার অঞ্জলি, 

সমুদ্র সমুদ্র শত-ব্যাকুলতা ।

তার অনির্বচনীয় চুল বাতাসে ওড়ে,

সুন্দর গন্ধ ছড়ালো সন্ধ্যার বন্দনায়।

প্রার্থনার সম্পূর্ণ বিরতি রেখে 

ঘুরে এল গোলাকার পৃথিবীর মতন ।

ভোরের নরম হাওয়া মুছে দিল 

পরিশ্রমী ঘাম।

কৃষ্ণকলি মেয়ে, এটুকু জানে, 

অপেক্ষা শেষ হলেই 

স্বাভাবিক সূর্য উঠবেই, 

কৃষ্ণকলি মেয়ে হবে উৎসবময়ী।

বুকের ভিতরে অচেনা সে জলছবিতে

রেশমের জাল বুনে বুনে, 

স্বপ্নের সাথে হবে দেখা।

শাড়ির আঁচলের স্বপ্নবীজগুলি,

ভালোবাসার অপেক্ষা - কুসুম ,

নরম আলোর জ্যোৎস্নায় ভেসে আসে

কৃষ্ণকলি মেয়ের মিথুন মগ্নতা।।

******************************