Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

আক্ষেপসমীর পাইক৩১/০১/২০২১
জীবন সায়ান্নে এসে অনুভুত হল,জীবনের যোগফল বিরাট এক শূন্য !!!আক্ষেপ,আবার যদি শুরু করা যায়সেই শুরু থেকে!!!যেমন ছোটবেলায় শ্লেটে কাটাকুটি খেলতে গিয়ে,ভুল হলে !!সব মুছে দিয়ে নতুন করে শুরু করতাম!আমি আবার শৈশব থেক…

 


আক্ষেপ

সমীর পাইক

৩১/০১/২০২১


জীবন সায়ান্নে এসে অনুভুত হল,

জীবনের যোগফল বিরাট এক শূন্য !!!

আক্ষেপ,

আবার যদি শুরু করা যায়

সেই শুরু থেকে!!!

যেমন ছোটবেলায় শ্লেটে কাটাকুটি খেলতে গিয়ে,

ভুল হলে !!

সব মুছে দিয়ে নতুন করে শুরু করতাম!

আমি আবার শৈশব থেকে শুরু করতে চাই,

ফিরে পেতে চাই যৌবন!!

ফিরে পেতে চাই মায়ের কোল

শীত গ্রীষ্মের ভরসাস্থল !!!

লঙ্কা হলুদের ঐ আঁচল !!

বট গাছের মত বাবার ঐ ভরসার

হাত!!

একান্নবর্তী পরিবারের ভলোবাসা,অনুশাসন!

গ্রীষ্মের দুপুরে আচার চুরি,

কাল বৈশাখীর ঝড়ে আম কুড়ানো,

শরৎ এর শিউলি ফুল !!

কুমির ডাঙা, গোল্লা ছুট!!

ভো-কাট্টা র সাথে লক্ষ্য বস্তুর প্রতি, 

অর্জুনের নিশানা স্থির!

সব ফিরে পেতে চাই ।

বয়:সন্ধিতে অজানাকে জানার 

ইচ্ছা,

যৌবনের যোগ বিয়োগের অঙ্ক মেলাতে না পাড়া!

ফিরিয়ে দাও ।

আরো একবার না হয় শুরু করি!!

আক্ষেপ আবারো,

যা একবার চলে যায় তাকে কি 

আর 

কখনো ফিরে পাওয়া যায়?

যে ঢেউ সমুদ্র সৈকতে এসে ভেঙে যায়,

তাকে কি আর কেউ মনে রাখে?

সবাই তো তাকিয়ে থাকে নতুন ঢেউ এর দিকে!!

চুপিসারে কখন যে জীবন তরী

নোঙ্গর ফেলে বসে আছে

জীবনের খেরো খাতার প্রতি পাতায়,

আজ দেখি যে ভরা আছে শুন্যতায়!!!!