Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম : একাকী শব্দ
কলমে : জয়ন্ত ভট্টাচার্য্যতারিখ : ২৮/০১/২০২১
অতলান্ত মন গহীনে লুকায়িত শব্দ বীজসহসা মন মাঝে অঙ্কুরিত , বিশাল মহীরূহের উদগ্ৰ বাসনায়মেলিতে চায় শাখা প্রশাখা জন বহুল আঙিনায় ।শুধাই তাহারে কিবা …

 


সৃষ্টি সাহিত্য যাপন


শিরোনাম : একাকী শব্দ


কলমে : জয়ন্ত ভট্টাচার্য্য

তারিখ : ২৮/০১/২০২১


অতলান্ত মন গহীনে লুকায়িত শব্দ বীজ

সহসা মন মাঝে অঙ্কুরিত , 

বিশাল মহীরূহের উদগ্ৰ বাসনায়

মেলিতে চায় শাখা প্রশাখা 

জন বহুল আঙিনায় ।

শুধাই তাহারে কিবা প্রয়োজন তব

প্রকাশিত হবার ,

হেথা সাহিত্যের অপমৃত্যু ঘটিয়াছে 

অজ্ঞাতে সবার ।

হেথা প্রাণ আছে , মন নাই 

ভালোলাগা আছে , প্রেম নাই 

জলধি আছে , নির্মলতা নাই 

বাতাস আছে , বিশুদ্ধতা নাই । 

হাতে কলম আছে , অভিমানী কালি 

সতত গুনগান তব , আমি পিছে থাকি , 

শব্দের আলপনা কিভাবে আঁকিবে 

আমি, যদি নাই থাকি তব অন্তরে । 

শুধু শব্দ তুমি , কালি কলম বিনা 

উচাটন মন হেথা বিলাপ করে যথাতথা , 

তুমি , চাও সুখ দিতে সকল মননে 

সংস্কৃতি এখানে আজ পঙ্কিল আবর্তে। 


জয়ন্ত ভট্টাচার্য্য।@