Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#অপারগতার_কাব্য#শিমলা
বড়ো হিসেব করে তোমার অবহেলার পিঠে অবহেলা এঁকেছিলাম আমি, তোমার তীক্ষ্ণ চোখ পলক ফেলার আগেই আমিও স্থির করেছিলাম দৃষ্টি, আমাকে চারদেয়ালের আয়েশী আন্তরিকতার গল্প শুনিয়েছো বহুবার, ভাঙ্গতে চেয়েছো আমার বর্ম, দিবা…

 


#অপারগতার_কাব্য

#শিমলা


বড়ো হিসেব করে তোমার অবহেলার পিঠে অবহেলা এঁকেছিলাম আমি, 

তোমার তীক্ষ্ণ চোখ পলক ফেলার আগেই আমিও স্থির করেছিলাম দৃষ্টি, 

আমাকে চারদেয়ালের আয়েশী আন্তরিকতার গল্প শুনিয়েছো বহুবার,

 ভাঙ্গতে চেয়েছো আমার বর্ম, 

দিবারাত্রি এই পাঠ পড়িয়েছো নারী আমি, কোমলতা আমার সৌন্দর্য, ভীরুতা আমার ঔদার্য, অস্পষ্ঠতা আমার নিয়তি......... 

বন্ধনের আবেগে ছাঁচে ফেলে সব নারীর ভাগ্য একই সুঁতোয় গাঁথা যায় না, 

না, বাঁধতে পারনি আমায় শেকলে।

শতাব্দীর পরিপক্কতায় এখন নির্ভরতার সংজ্ঞা গেছে উল্টে, 

পরিপূরক বলে আজীবন লতার মতো জড়িয়ে থেকে নিজস্বতার পরিচয় হারাবো এমন ভাবা ভুল। 

মিথ্যেকে মিথ্যে বলার সাহস আছে আমার, 

নতজানু আলোয় মুখের আদল মেপে সুন্দরী হবার বাসনা আমার নেই , 

তাই আঁকতে পেরেছিলাম তোমার অধিকারী ভালোবাসার পিঠে আমার অপারগতার কাব্য।