Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লক্ষ্য তৃতীয় বার মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী  করার লক্ষ্যে তপশিলি জাতি/উপজাতির কর্মী সম্মেলনে বাম থেকে তৃণমূলে যোগদান, দলিয় পতাকা তুলেদেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তিলক চক্রবর্তী।
মহিষাদলঃ বর্তমান সরকার তপশিলি জাতি/উপজাতি…

 


মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী  করার লক্ষ্যে তপশিলি জাতি/উপজাতির কর্মী সম্মেলনে বাম থেকে তৃণমূলে যোগদান, দলিয় পতাকা তুলেদেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তিলক চক্রবর্তী।


মহিষাদলঃ বর্তমান সরকার তপশিলি জাতি/উপজাতিদের কথা ভেবে সংরক্ষণ  থেকে উন্নততর পরিষেবা দিয়ে চলেছে। বাংলায় জাতি, উপজাতিদের নিয়ে বিজেপি বাংলায় অশান্তি সৃষ্টি করে চলেছে। বাংলায় যাতে সব জাতির মানুষ একসাথে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর জন্য মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লক্ষ্যা-১ গ্রামপঞ্চায়েতের তপশিলি জাতি /উপজাতি সেলের আয়োজনে বর্ধিত কর্মীসভার ব্যবস্থা করা হয়। লক্ষ্যা বাহারচক প্রাথমিক স্কুল মাঠে বর্ধিত কর্মীসভার আয়োজন করা হয়। সেই সভায় লক্ষ্যা-১ গ্রামপঞ্চায়েতের তপশিলি জাতি /উপজাতি সেলের মানুষজন উপস্থিত ছিলেন। এদিনের বর্ধিত কর্মীসভা উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্তী,  মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, পূর্ব মেদিনীপুর জেলাপরিষদের সদস্যা কণিকা মণ্ডল,  লক্ষ্যা-১ গ্রামপঞ্চায়েত প্রধান অনপা দাস, লক্ষ্যা-২ গ্রামপঞ্চায়েত উপপ্রধান সুদর্শন মাইতি, অঞ্চল সভাপতি ছবিলাল মাইতি, ব্লক যুব সভাপতি  সঞ্জীব মাইতি সহ অন্যান্যরা। এদিন উপস্থিত সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার অঙ্গীকারবদ্ধ হন।।