Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী

বিজেপির পরিবর্তন যাত্রায় উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে।
আজ পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির পরিবর্তন যাত্রার শেষ দিন। আজ সকালে মেছেদা থেকে রওনা দেয় পরিবর্তন যাত্রার রথ।দ…

 


বিজেপির পরিবর্তন যাত্রায় উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে।


আজ পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির পরিবর্তন যাত্রার শেষ দিন। আজ সকালে মেছেদা থেকে রওনা দেয় পরিবর্তন যাত্রার রথ।দেউলিয়া বাজার হয়ে কোলাঘাট কাঠচড়ায় জনসভার মাধ্যমে পরিবর্তন যাত্রার রথ হাওড়া জেলার বাগনানের উদ্দেশ্যে রওনা হয়।তবে কোলাঘাটের জনসভায় উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের উপমূখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য,বিজেপি নেতা শুভেন্দু অধিকারী,সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো,জেলা নেতা নবারুন নায়েক,অনুপম মল্লিক সহ একাধিক বিজেপি জেলা ও ব্লক নেতৃত্ব।এদিন শুভেন্দু বাবু প্রথম থেকেই রাজ্যের তৃনমূল সরকারকে তীব্র আক্রমন করেন।সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে নেতাদের কাছের লোকদের নিয়োগ করেছে।আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কোলাঘাটের প্রতিটি এলাকায় মাঠে নেমে তিনি কাজ করবেন,কারন প্রতিটি এলাকা তাঁর হাতের তালুর মধ্যে।বর্তমান তৃনমূল সরকারকে দূরে সরিয়ে বিজেপি সরকারের পাশে থাকার আহ্বান জানান শুভেন্দু বাবু।পাশাপাশি উত্তর প্রদেশের উপমূখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও এদিন রাজ্যসরকারের তীব্র সমালোচনা করেন।তিনি বলেন,এতদিন পশ্চিম বঙ্গে হিংসার রাজনীতি চলেছে।তবে মোদী সরকার চায় শান্তির রাজ্য হোক এই বাংলা।উত্তর প্রদেশে কৃষকেরা ৬ হাজার টাকা করে অনুদান পেয়েছে।কিন্তু এই রাজ্যে কৃষকদের বঞ্ছিত করেছে মমতার সরকার।