Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

৹১. কিছু কথা : গল্প
রোঁয়া  ওঠা কথা গুলোজ্ঞানের মতোঅবিকল কবিতা;প্রেম নেইমৃত্যু কাসর বাজায় ভাটিখানায়,কিছু ট্রাক্টর গোল হয়ে গল্প করে হরিদ্বারে।
২. কিছুকথা : ট্যাবু
মায়ের সাথে ছেলেরট্যাবু ভাঙা গল্প শুরু হয়;বিদ্রোহ নাকি?আধুনিক গল্পহীন গল…

 


১. কিছু কথা : গল্প


রোঁয়া  ওঠা কথা গুলো

জ্ঞানের মতো

অবিকল কবিতা;

প্রেম নেই

মৃত্যু কাসর বাজায় ভাটিখানায়,

কিছু ট্রাক্টর গোল হয়ে গল্প করে হরিদ্বারে।


২. কিছুকথা : ট্যাবু


মায়ের সাথে ছেলের

ট্যাবু ভাঙা গল্প শুরু হয়;

বিদ্রোহ নাকি?

আধুনিক গল্পহীন গল্প।

"মূল শিকড়"; "নিয়ম ও অনুশাসন",

ওটাই সমাজ।

ভাঙাটা কাপুরুষতা ও সামন্ততান্ত্রিক।


৩. কিছুকথা : মরণ


তমালের ডালে দশম-দশা

রাই-বিনোদিনী জ্বলে;

সবাই জ্বলে ..

ফসফরাসের আগুনে;

হনুমান যা দিয়ে জ্বালিয়েছিল রাবনের সংসার,

ইচ্ছে-শক্তি দিয়ে সমুদ্র থেকে এনেছিল ফসফরাস।

বুঝে দেখো

কেন জ্বলো

কি ভাবে অন্যকে জ্বালাও;

নিজেকে জানো!

ফসফরাসের সুনামি এলে?

আবার ভাবো ..

________________________________

✍️©মেঘমল্লার, ২৪.২.২১