Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

অঙ্কখাতায় বর্ণমালা বাঁধা (২৪/০২/২১)
_________// সজীম শাইন,
রক্তে ভেজা বর্ণমালার ফুল চৈত্রের রোদে শুকায়, তীব্র আকুতি ঝাপসা দেখি পোড়া বর্ণের ধোঁয়ায়। 
পৃথিবীর শরীরে ছড়ানো রং হাতছানি দেয় বারবার, শেকড়ে বাকড়ে জড়ানো মননেবর্ণমালার গতি …

 


অঙ্কখাতায় বর্ণমালা বাঁধা (২৪/০২/২১)


_________// সজীম শাইন,


রক্তে ভেজা বর্ণমালার ফুল 

চৈত্রের রোদে শুকায়, 

তীব্র আকুতি ঝাপসা দেখি 

পোড়া বর্ণের ধোঁয়ায়। 


পৃথিবীর শরীরে ছড়ানো রং 

হাতছানি দেয় বারবার, 

শেকড়ে বাকড়ে জড়ানো মননে

বর্ণমালার গতি দুর্বার। 


হৃদয় গভীরে বর্ণমালা হাসে

দুখিনী কাঁদে উৎসবে,

দগদগে আগুনে জড়ানো ফাগুনে

কোন ভরসায় রবে? 


দ্রোহের কবি বিরহ ছবি 

মনের জমিনে আঁকা, 

ইচ্ছেরা লালিত খাঁচায় পালিত

আলো নিবিয়ে থাকা। 


কবিতার খাতা নিমের পাতা

পুড়ছে তরল আগুনে, 

বিকেল গড়ানো ঊষায় জড়ানো 

এই বসন্ত ফাগুনে।


ভীরু পায়ে বর্ণমালার গায়ে 

এখনো কলঙ্ক ধাঁধাঁ, 

বিষপাত্র নিয়ে স্বীকারোক্তি দিয়ে 

অঙ্কখাতায় বর্ণমালা বাঁধা।