Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

. পাপপুণ্যের কবিতা .           --- সুজিত চক্রবর্তী .      ওরা বলে, যুদ্ধে অথবা প্রেমে      যে কোনও পদ্ধতিতে তুমি যদি      জিতে যাও --- পাপ নেই তাতে ।      প্রেমের জন্যে যুদ্ধ করে কারা ?      মনের গভীরে পোষা থাকে কার      যুদ্…

 


. পাপপুণ্যের কবিতা 

.

           --- সুজিত চক্রবর্তী 

.

      ওরা বলে, যুদ্ধে অথবা প্রেমে 

     যে কোনও পদ্ধতিতে তুমি যদি 

     জিতে যাও --- পাপ নেই তাতে । 

     প্রেমের জন্যে যুদ্ধ করে কারা ? 

     মনের গভীরে পোষা থাকে কার 

     যুদ্ধের প্রতি গোপন প্রণয় ? 

     একসাথে বাঁচার জন্য যারা 

     আজীবন যুদ্ধ করে দুবেলা 

     দু'মুঠো ভালোবাসা পাবে বলে 

     তারা কি সব ব্যর্থ হবে ... ? 

     শুধু কি প্রতিটি প্রাপ্তবয়স্ক 

     জানে পুণ্যের রহস্য তবে ? 

     " মা ! আমি বড় তো হচ্ছি --- 

      কিন্তু, বেড়ে উঠব কবে ...? "