*হলদিয়ায় পাতিখালির বজরংবলী হনুমানজীর পুজো উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী*হলদিয়ায় সংকট মোচন সেবা কেন্দ্রের আয়োজনে পাতিখালি বজরংবলী হনুমানজীর মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের বর্নাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন…
*হলদিয়ায় পাতিখালির বজরংবলী হনুমানজীর পুজো উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী*
হলদিয়ায় সংকট মোচন সেবা কেন্দ্রের আয়োজনে পাতিখালি বজরংবলী হনুমানজীর মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের বর্নাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।রবিবার সকাল ১১ টা নাগাদ হলদিয়া সিপিটি মার্কেট বজরং মোড় থেকে মঞ্জুশ্রী চৌমোড় পযর্ন্ত শোভাযাত্রা হয়।ট্যাবলো সহকারে শোভাযাত্রায় অংশগ্রহণ করে কয়েক হাজার মানুষ।বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শোভাযাত্রার আগে মন্দিরে পুজো দেন এবং তিনি বজরংবলী হনুমানজীর কাছে পার্থনা করেন পশ্চিমবঙ্গ যেন বাংলাদেশ না হয়।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন ধর্মীয় অনুষ্ঠানে এসে নির্বাচনের কথা তিনি বলবেন না।কারন,তিনি কখনো রাজনৈতিক মঞ্চ থেকে রাজনীতির কথা বলেন না।এবং আজও তিনি ধর্মীয় প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আসন্ন নির্বাচন নিয়ে কোন মন্তব্য করবেন না।