কথা রাখার কথার খেলাপে আমরা রোজই মাতিনিকষ কালো অন্ধকার, উপরে আলো জমজমাটি।
ঘটনার আগে প্রতিশ্রুতি, আহা নত মস্তক, করজোর আমরা কত বোকার দল,অন্ধ চোখে ভীষণ বিভোর।
বর্তমান রোজই করে ভবিষ্যতের অঙ্গীকার তবুও সময় এলে,আমরা ভালোই বুঝি স্বার্থ য…
কথা রাখার কথার খেলাপে আমরা রোজই মাতি
নিকষ কালো অন্ধকার, উপরে আলো জমজমাটি।
ঘটনার আগে প্রতিশ্রুতি, আহা নত মস্তক, করজোর
আমরা কত বোকার দল,অন্ধ চোখে ভীষণ বিভোর।
বর্তমান রোজই করে ভবিষ্যতের অঙ্গীকার
তবুও সময় এলে,আমরা ভালোই বুঝি স্বার্থ যার যার।
রোজই দেখি ফুটপাথ জুড়ে অভুক্ত আদুল গা
"করব'ই কিছু ওদের জন্য " এসব নিস্ফল প্রতিজ্ঞা।
আজও তো পৌরুষে পিষ্ট কত নরম শরীর
বুড়ো আঙুলের বুক চওড়া, হায় ব্যর্থ সব ফরমান জারির।
কথা দিয়ে কথার খেলাপ এটাই নাকি আধুনিক
চোখ থাকতেও বন্ধ রাখি, জ্ঞান দিক্-বিদিক্।
আমরা সবাই ভীষণ বুঝি,তবুও বোকা হয়েই থাকি
কথা তো দিই অনেক কিছুই, সব কথাই কি রাখি!!!!
==================== কথার খেলাপ
#কলমে_সোমা_কোলে