Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কফি হাউস =============  (২২/০২/২০২১)                                                                 - শুভজিৎ দাস দাঁ 
অনেক বছর পর আজ আবার কফি হাউসের সেই পুরোনো টেবিলটার কাছে এসে দাঁড়ালাম, সাতটা চেয়ার তেমনই আছে-  অতীতের কলকাকলি মুখর বি…



কফি হাউস
=============
 (২২/০২/২০২১)                        
                                        - শুভজিৎ দাস দাঁ 

অনেক বছর পর আজ আবার কফি হাউসের সেই পুরোনো টেবিলটার কাছে এসে দাঁড়ালাম,
সাতটা চেয়ার তেমনই আছে- 
অতীতের কলকাকলি মুখর বিকেলের মতো।

আমি একটা চেয়ার টেনে নিয়ে বসলাম,
স্মৃতি রোমন্থন করছি আপনমনে-
এমন সময় নিখিলেশ আর মইদুল পাশে এসে বসলো,
অবাক হয়ে বললাম, এত বছর পর!

বিস্মিত হয়ে দেখলাম রমা রায়, অমল আর সুজাতাও ফাঁকা পড়ে থাকা চেয়ারগুলোতে একে একে এসে বসলো।

ঘড়িতে তখন ঠিক বিকেল চারটে,
সবার মুখে অনাবিল তৃপ্তির হাসি,
অনেক যুগ পরে আবার সেই পরিচিত আড্ডাটা এক বাসন্তী বিকেলের হাত ধরে ফিরে এসেছে আমাদের অজান্তে।

নিখিলেশ তার ব্যাগ থেকে চারমিনার বের করে ধরালো, সাথে আমরাও,
আমাদের ঠোঁটে আজও চারমিনারের পরিচিত সুখটান,
অমল বেয়ারাকে ডেকে অভ্যেস মতো সাতটা কফির অর্ডার দিলো।

আমাদের আড্ডায় চিরাচরিত ভাবেই উঠে এলো রাজনীতি, নাটক, বিষ্ণু দে, যামিনী রায়...

গীটারে সুর তুললো ডিসুজা,
রিপোর্টার মইদুলের হাতে খবরের কাগজ,
অমলের কবিতা কোথাও ছাপা হয় নি আজও, 
তার প্রতিভার দাম দেয় নি কেউ।

সময় পেরিয়ে যায় নদীর স্রোতের ন্যায়,
নিমেষে কেটে যায় সাড়ে তিন ঘন্টার অমূল্য স্মৃতি-পল,
দেওয়াল-ঘড়ি জানিয়ে দেয় এখন সন্ধ্যে সাড়ে সাতটা-
এবার ফিরে যেতে হবে,
আর হয়তো কখনো এভাবে দেখা হবে না, 
সাতটা চেয়ার, সাতটা পেয়ালায় অধিকার জন্মাবে অন্য কারো।

হাত ধরে একসাথে নেমে এলাম নীচে,
কলেজ স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে শেষবারের মতো বিদায় জানালাম একে অপরকে।

ঢাকার পথ ধরলো মইদুল,
নিখিলেশ পা বাড়ালো প্যারিসের পথে,
ডিসুজা মিলিয়ে গেল কবরের চিরশান্তিতে,
রমা রায় পাগলাগারদের কঠিন শৃঙ্ক্ষলে হারিয়ে গেল চিরদিনের জন্য,
কঠিন ক্যানসার গ্রাস করলো অমলকে-
জীবনযুদ্ধে হেরে গেল সে এবং তার অপ্রকাশিত কবিতারা,

শুধু সুজাতাই খুঁজে পেলো সুখের ঠিকানা...

Copyright @ Subhajit Das Dan, Kolkata, India. 
----------------------------------×-------------------------------