Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বাতাসনদেরচাঁদ হাজরা২৬.২.২০২১
চারপাশ জুড়ে গুমোট বাতাস৷আত্মমগ্নতায় ভরপুরএখন অন্যের কথা শোনার সময় বড় কম৷হাজার ব্যস্ততায় ধৈর্য্য হারিয়েঅসহিষ্ণু মনঘেঁটে চলেছে শুধু পাঁক আর পাঁক৷আজ যে ছিল কাছের একান্ত কাছেরআদর্শ ছিলকালই সে হয়ে যাচ্ছে অত…



বাতাস

নদেরচাঁদ হাজরা

২৬.২.২০২১


চারপাশ জুড়ে গুমোট বাতাস৷

আত্মমগ্নতায় ভরপুর

এখন অন্যের কথা শোনার সময় বড় কম৷

হাজার ব্যস্ততায় ধৈর্য্য হারিয়ে

অসহিষ্ণু মন

ঘেঁটে চলেছে শুধু পাঁক আর পাঁক৷

আজ যে ছিল কাছের একান্ত কাছের

আদর্শ ছিল

কালই সে হয়ে যাচ্ছে অতি ছোট৷

জীবনের মাপনদন্ডটাও বড় অসহিষ্ণু

বারবার এদিক ওদিক ঝুলে যাচ্ছে৷

ফল!

নিজেকে বড় ছোট করে ফেলছি

হেয় করে ফেলছি৷

আর কাদায় ডুবে যাচ্ছি৷

সারা শরীর কর্দমাক্ত হয়ে পচা গন্ধ বেরোচ্ছে৷

বাতাসকে দোষ দিচ্ছি

শুধু নিজেকে দোষমুক্ত করার অদম্য প্রয়াসে৷

তবুও শেষরক্ষা হয়না৷

বাতাস কিন্তু থেকে যায় আপন মৌতাত নিয়ে৷

অনাদি অনন্তকাল জুড়ে বয়ে চলে আপন প্রবাহে৷

আমরা শুধুই ক্ষুদ্র গন্ডীর মধ্যে বেঁধে ফেলি নিজেদের৷

নিজের সব দোষ চেপে

অন্যের ছিদ্র খুঁজি

আর সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ি৷

অথচ নিজের পান্ডুলিপি

ধূসর হতে হতে জীর্ণ পাতার মত খসে যায়৷

তবুও চেতনা ফেরেনা৷

বারবার একই ভুল

হাজার লক্ষ ভুল৷

তারপর হারিয়ে যাওয়াটাই ভবিতব্য৷