ক্ষতকাকলি ভট্টাচার্য্য মৈত্র
নিরুপম, আজ আর লালগোলাপ খুঁজে পাচ্ছি না নিরুপমকী দিই বলোতো!!..... সেদিনের রক্ত বন্যায়সাদা বুনোগোলাপও লাল হয়ে আছে। লালগোলাপ খুঁজেই পাচ্ছি না। কতবার অশ্রুজলে ধুয়ে নিলাম, তবুও....সব ফুল রক্তগোলাপ হয়ে গ…
ক্ষত
কাকলি ভট্টাচার্য্য মৈত্র
নিরুপম,
আজ আর লালগোলাপ খুঁজে পাচ্ছি না নিরুপম
কী দিই
বলোতো!!
..... সেদিনের রক্ত বন্যায়
সাদা বুনোগোলাপও লাল হয়ে আছে। লালগোলাপ খুঁজেই পাচ্ছি না।
কতবার অশ্রুজলে ধুয়ে নিলাম, তবুও....
সব ফুল রক্তগোলাপ হয়ে গেছে নিরুপম।
নিরুপম, পুলওয়ামা থেকে অনেক দূরে থাকি
কফিন ছুঁতে পারি নি আমি
কিন্তু দেখো, শহীদের রক্তে লাল হয়ে আছে সব...
আমার ফুলের বাগান আমার উঠোন তুলসীতলা
আমার শতাব্দী প্রাচীন কুলোদেবীর গায়েও...
রক্তরাঙা সেই দুঃসহ যন্ত্রণার স্মৃতি, লাল হয়ে আছে
জানো নিরুপম,
পূর্ণিমার চাঁদটাকেও আর রূপোলি মনে হয় না
সেই ভীষন দিন, গভীর ক্ষত আজও রয়ে গেল
বসন্ত বাতাসেও লাশের গন্ধ বারুদ গন্ধে
দগদগে ক্ষত...
গোলাপ পাপড়িতে যতবার ক্ষত ঢাকবার চেষ্টা করেছি
প্রকট হয়েছে ততবার
পুলওয়ামা শোক.....
ভাতৃহারা সন্তানহারা স্বামীহারা হাহাকার কান্নায়।
.....শোকাশ্রুতেও আগুন আছে নিরুপম, ধিকিধিকিআগুন।
স্মরণে মননে চেতনার উন্মোচনে সম্মানিত হোক
ভারতের বীরসন্তান
আজ গোলাপ থাক নিরুপম, গোলাপ থাক
এসো, জাগ্রত দেশাত্মবোধে একসাথে চিৎকার করে বলি
জয় হিন্দ জয় জওয়ান জয় হিন্দ জয় জওয়ান
জয় হিন্দ জয় জওয়ান জয় হিন্দ জয় জওয়ান.....