Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম--আমি বৃষ্টিকলমে--মৌসুমী দেবনাথতারিখ---18.02.21
মেঘের সাথে প্রেমটা আমার আদি অনন্ত, আমি বৃষ্টি, আমি ঝিরঝির করে ঝরে চলি অবিরত, আমার আবেগ বিগলিত প্রেমের কাব্য কথা, আমার শরীর শব্দের সাথে গেঁথেছে হৃদয়ের ব্যাথা। 
আমি দাপিয়ে বেড়…

 


শিরোনাম--আমি বৃষ্টি

কলমে--মৌসুমী দেবনাথ

তারিখ---18.02.21


মেঘের সাথে প্রেমটা আমার আদি অনন্ত, 

আমি বৃষ্টি, আমি ঝিরঝির করে ঝরে চলি অবিরত, আমার আবেগ বিগলিত প্রেমের কাব্য কথা, 

আমার শরীর শব্দের সাথে গেঁথেছে হৃদয়ের ব্যাথা। 


আমি দাপিয়ে বেড়াই নদী নালা খাল বিল

আমি রুনুঝনু ছন্দে নেচে বেড়াই অনাবিল

আমি ভেজা চুম্বনের স্পর্শকাতর লাজুক বরণ,

আমার স্পর্শে গোলাপ বেলী জু্ঁই এর অবনত আবরণ ,

আমার সিক্ত আবেগে দোল খায় মাধবীলতা স্বর্ণচাঁপা ল্যাভেন্ডারের লাজুক কনক কানন। 


আমি বৃষ্টি ---মেঘের অভিমানে ঘেরা 

ঝরঝর আবেগে মনোময় সৃষ্টি। 


নীল জল ছুঁয়ে সাগরের বুকে যাই ভেসে, 

ছলাৎ ঢেউ এ আমি নেচে বেড়াই ময়ূরের ছন্দ আবেগে,

আমি কল্লোলিনী আমি উন্মাদিনী,

 সা রে গা মা পা ধা নি সাত সুরের বাহারে তিলত্তমা অপ্সরা এক লাস্যময়ী রমনী। 

আমি ঝাঁপিয়ে ঝপাং ডুব দিই সমুদ্রের ফেনীল  সলিলে । 


আমি বৃষ্টি,-- সাগরের ঢেউ এ আন্দলিত উছল প্রেমে উদ্বেল সৃষ্টি। 


নোনাবালী ধরে আমি ডানা মেলি মরুদ্যানের মরু দেশে। 

আমি প্রেমের বালুকা বেলায় মরুতাপে দগ্ধ শুষ্ক রিক্ত  প্রেমের উষ্ণ আবেগে সিক্ত আলিঙ্গন।  

পাহাড়ের ললাটে আমি ভেজা  চুম্বন এঁকে দি ,

 স্নান করিয়ে দি চন্দন জলে, 

আমি দেবদারু পাইনের ঝিরিঝিরি আবেগ বিহ্বলতায় ঢলে পড়ি পাহাড়ের কোলে। 

আমি পাহাড় প্রেমে আপ্লুত হয়ে  বিলীন হয়ে যাই বিগলিত ঝর্ণা ধারায়, 

আমি অফুরন্ত জলরাশির কলতানে হুল্লোড় প্রেমের উচ্ছ্বাসে ভেসে চলি সম্মিলিত থৈ থৈ আকুলতায় । 


আমি বৃষ্টি, ---পাহাড়ের নীরব প্রেমের কাব্য কথা করি সৃষ্টি। 


 বন বনানির সবুজ হিল্লরের মাঝে

আমি মিষ্টি প্রেমের ভিজে সোহাগ।

 আমার শরীরের আনাচে কানাচে লুকানো 

সুপ্ত বেদনা অশ্রু হয়ে ঝরে সবুজের অলিগলি 

বেয়ে ব্ল্যাক ফরেস্ট এর গভীরতায়। 

আমি শ্রাবণ ধারায় বিরহী প্রেমে বেহালার করুণ

 সুরের আবেগ ঘন রিমঝিম বাদল বেহাগী। 

মন খারাপের আনমনা মেঘে ঝরে পড়ি

বনানীর সবুজ পাতায় পাতায়, 

টিপটিপ বরষনে হৃদয়ের অশ্রু ঝরা বেদনার রাশি। 


আমি বৃষ্টি ---অরন্যের ছায়াপথে বিরোহী প্রেমিকের  বেদনার করুন সুরের মোহময়ী সৃষ্টি----আমি বৃষ্টি, আবেগ বিমোহিত অনাবিল সৃষ্টি, আমি বৃষ্টি।।