Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

" বাল্মীকির আবরন খুলে দিয়ে আমাকে করো দস্যু রত্নাকর"
Chandan Bhattacharya.
অসাধারন শব্দ প্রবাহের মোহময়ী আবেশ আমাকে আবার আমার চিরবিরহীনী প্রিয়া শিলাই নদীর কাছে নিয়ে যাবে জানি। জানি সে আমাকে ফিরাবে না। তবে কি এখনি যাবো। …

 


" বাল্মীকির আবরন খুলে দিয়ে আমাকে করো দস্যু রত্নাকর"


Chandan Bhattacharya.


অসাধারন শব্দ প্রবাহের মোহময়ী আবেশ আমাকে আবার আমার চিরবিরহীনী প্রিয়া শিলাই নদীর কাছে নিয়ে যাবে জানি। জানি সে আমাকে ফিরাবে না। তবে কি এখনি যাবো। হৃদয় উজাড় করে বলে ফেলব আমার মনের অনেক না বলা কথা। আমার কুঁড়েঘরের খুউব কাছে থাকে সে। যাই যাই করে আর যাওয়া হয়ে ওঠেনা। আজ তবে যাই। কি নিয়ে যাবো তার কাছে। কিইই বা বলব তাকে। কি বলে দেব তাকে শান্তনা। চোখের সামনে দাঁড়িয়ে দেখেছি দৈত্যাকার যন্ত্রদানব তার ভয়ঙ্কর শোষণ যন্ত্র দিয়ে অনন্তকাল ধরে শোষণ করে চলেছে তার স্তন,  স্তন পান করে নদী অববাহিকা হয়েছে  সুফলা সুন্দরী।বুকের উপর দিয়ে আবরণ ফালাফালা করে দুরন্ত গতিতে ভাসিয়ে নিয়ে চলেছে অপরাজেয় রণতরী। রাতের অন্ধকারে আনাগোনা করে তৈমুর লং চেঙ্গিস খান নতুবা ঘসেটি বেগম জগৎ শেঠ বা রায়দূর্লভদের শকট শকটি। তাদের লোভাতুর লকলকে জিভ ও গগনচুম্বী চাহিদার কাছে নাকানিচুবানি খায় আমার শিলাই সুন্দরী। ঐ সব নররূপী  হায়েনাদের নখরে নখরে শতচ্ছিন্ন শিলাই আমার অকাতরে দিয়ে দেয় আঁচল ভরে জলছেঁকে চুড়ি শাড়ি অলঙ্কার সব এমনকি বালুকারাশি ভূরি ভূরি। তীক্ষ্ণ নখরযুক্ত তারা। তারা নাকি অবৈধ বালু কারবারি। তাদের পায়ের ভারে পথঘাট ভাঙে, মাঝপথে তৈরি হয় ছোট ছোট দিঘি। আনমনে জেলে বৌ মাছ ছাড়ে তাতে, দুগাছা ধানের চারা পুঁতে দেয় বেপাড়ার তিলোত্তমা দাসী। আমি তার অপদার্থ ব্যর্থ প্রেমিক। বেদনাতে ভরা মন। হৃদয়টা হাহাকারে ভরা। তবু যাবো। যাবো আজ। গনগনির  ঘনান্ধকার ছায়াবন মাঝে অচল সিং নতুবা সরোজ রায়কে করব স্মরণ । নতুবা ডাকবাংলোর কাছে নতজানু হয়ে স্মরণ করব ব্রিটিশ রাজকে। করজোড়ে প্রার্থণা করব একটা ন্যায়বিচার বা কঠোর শাসন ব্যবস্থা কায়েম করার জন্যে। আমার শিলাই কে অবৈধ বালু কারবারি দত্যি দানবের হাতে নিয়ত শ্লীলতাহানির হাত থেকে রক্ষা করার জন্যে আমি হাজারবার হতে পারি " দস্যু রত্নাকর" । রামায়ণ প্রণেতা "বাল্মীকির"  মহাকবির রূপ ছেড়ে ধরতে পারি রক্তস্নাত কুঠার। জীবনটাই বলিদান দিয়ে দিতে পারি । তখন আচম্বিতে মায়তা,ঠাকুরাণীতলা, জগারডাঙ্গা, হিড়িরগেড়িয়া, কৃষ্ণনগর, খড়কুশমা, নোহারী, ধাদিকা,কান্তোড়,  সন্ধীপুর, চমকাইতলা, গনগনি, চাঁদাবিলা, তলবেতা, গড়বেতার আনাচে কানাচে 

রক্তবীজের মতো জন্ম নেবে হাজারো হাজারো শিলাই, বিদ্রোহীনী হবে তারা, এখনকার মতো থাকবেনা অবলা, সরলা, প্রতিরোধ হীনা শিলাই সুন্দরী। আমি তখন আধো আলো আধো অন্ধকারে পুরুষত্বহীন প্রেমিকের মতো নতশিরে দাঁড়াবো তার কাছে।বলব তারে কলম আমার কেড়ে নাও তুমি, ভাসিয়ে নিয়ে যাও আমার রামায়ণ,কোরান,পুরাণ, বাইবেল, ত্রিপিটক। বাল্মীকির বল্মীক আবরন ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমাকে আবার তুমি করে দাও" দস্যু রত্নাকর।"

             Chandan Bhattacharya.... India.