Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#কবিতা #নিঃসঙ্গ_শব্দেরা #বীরেন_আচার্য্য#১৭ই_ফেব্রুয়ারি_২০২১ 
নিঃসঙ্গ শব্দেরা -----------------শব্দেরা এসে নিঃশব্দে চুমু দিয়ে যায় আমার নিরুত্তাপ , ফ‍্যাকাসে ঠোঁটে , বাগানের ফুলগুলি হারিয়েছে সব রঙ আজকের রঙ বদলের অত‍্যাচারে ।তবু শব্দ…

 


#কবিতা 

#নিঃসঙ্গ_শব্দেরা 

#বীরেন_আচার্য্য

#১৭ই_ফেব্রুয়ারি_২০২১ 


নিঃসঙ্গ শব্দেরা 

-----------------

শব্দেরা এসে নিঃশব্দে চুমু দিয়ে যায় 

আমার নিরুত্তাপ , ফ‍্যাকাসে ঠোঁটে , 

বাগানের ফুলগুলি হারিয়েছে সব রঙ 

আজকের রঙ বদলের অত‍্যাচারে ।

তবু শব্দেরা আসে নিঃশব্দে , 

নরকে দেয় দখিনা বাতাস ,এ কেমন বসন্ত ? 

আমার দেশ ভারততীর্থে 

কেন পোয়াতি কুমারী কাঁদে 

প্রেমের যমুনাকুলে অবিশ্বাসে ঘৃণার গর্ভকোলে ? 

বোধের ভিতর অবোধটা করে শুধু ছটফট ; 

উলঙ্গ জননী জল ভরা চোখে ভিক্ষে চায় - 

ওরে দে না একটা কাপড় ;

শব্দেরা শুধু নিঃশব্দে কড়া নাড়ে 

আমার চেতনার বদ্ধ ঘরে ।

ব‍্যর্থ চিৎকারে যৌবনের বিলাপ , 

শাসকি বন্ধকীতে কলম

করে শুধু স্তাবকতার জয়ধ্বনি ; 

শব্দেরা ঘোরে নিঃশব্দে 

অলিন্দ থেকে নিলয়ে রক্তস্রোতে ।