সে কে? --------------সুকান্ত দাস
শীত প্রায় শেষের দিকে, গায়ে হালকা চাদর, পায়ে হাওয়ায় চটি, চশমার ফ্রেমে কবেকার দুটি কুৎসিত চোখযেন আমাকেই চোখ রাঙাচ্ছে, গালি দিচ্ছে, "রাসকেল "...
আজকাল আর খাওয়ার টেবিলে সবার সাথে বকবক করি না …
সে কে?
--------------
সুকান্ত দাস
শীত প্রায় শেষের দিকে, গায়ে হালকা চাদর, পায়ে হাওয়ায় চটি,
চশমার ফ্রেমে কবেকার দুটি কুৎসিত চোখ
যেন আমাকেই চোখ রাঙাচ্ছে, গালি দিচ্ছে, "রাসকেল "...
আজকাল আর খাওয়ার টেবিলে সবার সাথে বকবক করি না
বড্ড একা লাগে নিজেকে, কাউকে মনের কথা বলি না
মুখ টিপে সে কাঁদে,
গলার স্বর ভারি হয়ে আসে
সে কে?
আসলে সে আর কেউ নয়
আমারই ভেতরে থাকা আর এক ফিনিক্স।
গুঞ্জা, আমাকে ভুলে গেছো তুমি?
আমায় পাবেনা আর সকলের ভিড়ে
আমি জলে বাতাসে মিশে।
ওমন করে তাকিয়ো না, ঠোঁট ফুলিয় না অভিমানে
ভালোবাসা বেড়ে যায়।
গুঞ্জা শোনো, যখন আমায় মনে পড়বে
যখন রাগ হবে আমার ওপর তখন
তখন বুকের বাঁ পাশের জানালা খুলে দিও
হাওয়া ঢুকতে দিও ফুরফুরে।
ওতো অন্যমনস্ক হয়ো না, যাও
হাঁড়িতে দুধ পুড়ছে
নিভিয়ে দাও মনের আগুন,
আমাকে ভুলে যেও, সব ছেড়ে আমিও একদিন মিশে যাব নক্ষত্রের মিছিলে
সেদিন আমাকে পাবে তুমি নির্জন মাঠে
যেখানে খসে পড়ে একাকী তারা।
----------------------------------------
15/2/2021(০২ ফাল্গুন ১৪২৭)