অলিখিত বিপ্লবহাসান ফরিদ১৫/০২/২১
ফাগুনের আগুনঝরা কৃষ্ণচূড়াপ্রিয়তমার বেনারসি আরবিপ্লবের একই রং বলেই-- এখনো টকটকে লাল পলাশ ফোটে রংধনু আলপনায় ঝরনারা ছোটে প্রকৃতি পুরনো পাতার শয্যা ছেড়ে …
অলিখিত বিপ্লব
হাসান ফরিদ
১৫/০২/২১
ফাগুনের আগুনঝরা কৃষ্ণচূড়া
প্রিয়তমার বেনারসি আর
বিপ্লবের একই রং বলেই--
এখনো টকটকে লাল পলাশ ফোটে
রংধনু আলপনায় ঝরনারা ছোটে
প্রকৃতি পুরনো পাতার শয্যা ছেড়ে
নতুন পাতায় আড়মোড়া ভাঙে
নবযৌবনের রঙে নতুন করে রাঙে
হাত ধরে হাঁটে বসন্তোৎসবে
বাসন্তী আর বাসন্তী রং
মিলনমেলায় একাকার হয়ে যায়
প্রকৃতি এবং মানুষ।
প্রেয়সীর উষ্ণতা ওমে
বারবার ফোটে দেশপ্রেমের রক্তজড়ুল ডিম
রক্তকমলে ভরে ওঠে হাকালুকি বিল
দূর হয় ভেতরে ভেতরে সমস্ত অমিল।
অলিখিত এক বিপ্লব ঘটেই যায়--
প্রাণে প্রাণে গানে গানে
ফাল্গুনে ফাল্গুনে
মোহনায় মোহনায়।