বিভাগ:অণু কবিতাশিরোনাম-একান্ন গোলাপ কলমে-বন্দনা পাত্র তারিখ-১৫|০২|২০২১
পাঁচশো একান্ন গোলাপের আনন্দ-ওষ্ঠে হাসির চুম্বন গোলাপের সৌরভ সাথে বাসন্তী রং ছন্দ বিহ্বলতায় ফোয়ারা ছিল এক ফুলের।বাসন্তী পূর্ণিমায় গোলাপের ঘ্রাণ বীণার সুর আকাশে…
বিভাগ:অণু কবিতা
শিরোনাম-একান্ন গোলাপ
কলমে-বন্দনা পাত্র
তারিখ-১৫|০২|২০২১
পাঁচশো একান্ন গোলাপের আনন্দ-
ওষ্ঠে হাসির চুম্বন গোলাপের
সৌরভ সাথে বাসন্তী রং ছন্দ
বিহ্বলতায় ফোয়ারা ছিল এক ফুলের।
বাসন্তী পূর্ণিমায় গোলাপের ঘ্রাণ
বীণার সুর আকাশে বাতাসে
ওষ্ঠে যখন তার ভীষণ অভিমান।
শান্ত মেয়ের একান্ন গোলাপ আভা
কাল্পনিক চুমুতে ছুঁয়ে ছুঁয়ে--
বাসন্তী রাতের দৃশ্যে বর্ধিষ্ণু শোভা।