Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা 23/2/2021*যদি সম্মতি দাও*     অসীম দাস 
যদি সম্মতি দাও সোহাগী বৃন্ত- টান এখনই ফেরাব ,ফিরে যেও ফোড়ন- চুম্বনে !ক্যালেন্ডারের আকন্ঠ আঙুল শুধু ছ' ছটাক দিন ক্ষণ মাপে ।সহস্র পরমায়ু কর্ষিত হলে সূচ্যগ্র সবুজ প্রেম ফোটে ,গণিতের গ…

 




কবিতা 

23/2/2021

*যদি সম্মতি দাও*

 

     অসীম দাস 


যদি সম্মতি দাও 

সোহাগী বৃন্ত- টান এখনই ফেরাব ,

ফিরে যেও ফোড়ন- চুম্বনে !

ক্যালেন্ডারের আকন্ঠ আঙুল 

শুধু ছ' ছটাক দিন ক্ষণ মাপে ।

সহস্র পরমায়ু কর্ষিত হলে 

সূচ্যগ্র সবুজ প্রেম ফোটে ,

গণিতের গূঢ় তত্ত্ব একথা বোঝে না ।


আমিও ভেসে যেতে পারি এক লহমায়

ত্রিকাল - ডিঙিতে চড়ে 

তোমারই ভাসমান হৃদি- উপকূলে ।

জরিপের ফিতে ফিস ফিস করে 

-- মাত্র একশো মাইল পেরোতে 

এতো বড় পঙক্তির দ্রুত গতিবেগ 

অনর্থক অপচয় নয় !

তিন ফসলি নিঃশ্বাসের প্রতিটি মোড়ে

লাল চক্ষু দপ দপ করে ।

জাগতিক হিসেবের নাভিশ্বাস ওঠে ।


কিভাবে বোঝাই ,

অপ্রাপ্তির শূন্যতা আলোকবর্ষ ছুঁতে পারে ।

একমাত্র কবিতাই জানে ,

বিরহের বিশল্যকরণী ওমে 

পুড়ে পুড়ে ছাই হয় দূরত্বের লাশ !