Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ ...কবিতা   "গীতবিতান আর ভালোবাসা "
চুল এখন রুপোলি ,গড়িয়ে গেছে বেলা   তোমার দেওয়া "ন হন্যতে "ভীষণ যত্নে তোলা মেঘলা মনে চশমার কাঁচে আজও বৃষ্টি নামে ,অবেলায় ফোটে প্রেম যে আজও মনের আঁচে |
   চোখের সামনে ভাসতে …

 


বিভাগ ...কবিতা 

  "গীতবিতান আর ভালোবাসা "


চুল এখন রুপোলি ,গড়িয়ে গেছে বেলা 

  তোমার দেওয়া "ন হন্যতে "ভীষণ যত্নে তোলা 

মেঘলা মনে চশমার কাঁচে আজও বৃষ্টি নামে ,

অবেলায় ফোটে প্রেম যে আজও মনের আঁচে |


   চোখের সামনে ভাসতে থাকে সেদিনের কথা মালা 

ভীষণ বাধ্য ছাত্রী আমি ,শুধু তোমার কাছে এলে 

ঘন্টা তিনেক শেষে হুড়মুড়িয়ে পালাতো সব হাত টা নাড়তে নাড়তে |


মনে আছে পাড়ায় সেদিন 

   রবীন্দ্রজয়ন্তী ,সাথে তোমার ব্যস্ততা ,

চিত্রাঙ্গদা র গান গাইবে তুমি 

জানতাম আমি তা .

খুব হিংসে হয়েছিল সেই মেয়েটাকে ...

তোমার ভীষণ কাছে বসে গান গাইলো যে ,

নীল পাঞ্জাবী তে মানিয়ে ছিল তোমায় কিন্তু বেশ |

মুগ্ধ চোখে দেখে ছিলাম শুরুর  থেকে শেষ ..


দেখে আমায় হাসলে শুধু বললে না কোনো কথা 

ভীষণ রাগে কাঁপছিলো ঠোঁট ,জানিনা কিসের ছিল জ্বালা ¡

 তোমার দরাজ গলায় সুর ভাসছিলো ..

"কেটেছে একেলা বিরহের বেলা"

  গলার কাছে মোচড় দেওয়া ভীষণ কষ্ট টা ,

ততক্ষনে ফেলে আমি দোর দিলাম দরোজায় ¡


    বন্ধ দোরে আঁকড়ে শুধু গীতবিতান ...

 আর চোখের জলের বন্যা আমার কেউ মোছাইনি সেদিন ,

 কি আর হতো একটি বার তাকালে আমার দিকে 

  সত্যি করে বলো তো ,আমার মতন কেউ কি আর তোমায় ভালোবাসে ?


সাদা পাতায় প্রথম সেদিন তোমার ছবি আঁকা 

অবুঝ মনে লিখতে চাওয়া প্রেমের কবিতা ,

কখন যেন রাতের আদরে ঘুমিয়ে স্বপ্ন দেখা 

তোমার গানে নাচছি আমি ,আমিই সম্রাজ্ঞী .

 ঘুম ভাঙতে তাকিয়ে দেখি 

সাদা পাতা জুড়ে লিখেছি আমি 

  শুধু .....ভালোবাসি আর ভালোবাসি ..........

         তোমাকে খালি |


    🌹🌹🌹🌹কলমে ইন্দু (24.2.2021)