" প্রেম যেন এক চির যৌবনা প্রিয়তমার অবয়ব "...======================সৃজনে : তাপস পাল ======================ভালোবাসাকে পুরাতন প্রেম বলি কি করে...বলা যেতে পারে ভালোবাসার বয়স বেড়েছে,বেলা অবেলার গল্প তাইতো একই রকম সাবলিল,প্র…
" প্রেম যেন এক চির যৌবনা প্রিয়তমার অবয়ব "...
======================
সৃজনে : তাপস পাল
======================
ভালোবাসাকে পুরাতন প্রেম বলি কি করে...
বলা যেতে পারে ভালোবাসার বয়স বেড়েছে,
বেলা অবেলার গল্প তাইতো একই রকম সাবলিল,
প্রত্যক্ষ বা পরোক্ষে প্রেমের মৃত্যু ঘটাবার প্রয়াস...
শিলালিপি ধুসর পাণ্ডলিপি থেকে আজও উঠে আসে,
শিথিল পদক্ষেপে নূতনের হাত ধরে
প্রজন্ম থেকে প্রজন্মে কিশোরীর পায়ের ঘুঙুরের মধুর শব্দ প্রক্ষেপনে ভালোলাগার নব আহ্বানে...
প্রতিদিনের সূর্য্যদয়ের সাথে নবজন্ম লাভের মতো,
রূপালি চুলের বসবাসে একটু অস্বস্তির উদ্রেক কঠিন বাস্তব,
ছিল একদিন কোলাহল মুখরিত
আজ ক্ষীণ আলোর রেখা টেনে নিয়ে যায় সেই প্রান্তিকে,
পৃথিবীর ইতিহাসের ধ্বংসাবশেষে আজও মলিন হয়ে যায়নি প্রেম; সাহিত্যের ইতিহাসের কাহিনী বিন্যাসে প্রেম কাহিনীর উজ্জ্বল স্বাক্ষর,
প্রেম যেন এক চির যৌবনা প্রিয়তমার অবয়ব,
অনুভূতি আর অনুভবের সুক্ষ্মাতিসুক্ষ্ম প্রলেপ...।
হাজারিবাগ, ২২ ফেব্রুয়ারি ২০২১