Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

চচ্চড়ি // দে বা শী ষ
যেমন জেদের ভেতরে থাকে চাষযোগ্য জমির অপঃব্যবহার,  আমার মধ্যে তুমি থেকে গ্যাছো সময়,আরও ধুলো বেশ কয়েক বছর পর ধোঁয়া - শব্দচাষার চমকের উল্লাস - ভয় হয়।
শোকের ভেতরে যেভাবে থাকে সুখ - হতাশার ভেতরে অহংকার - নদীও বইতে …

 


চচ্চড়ি // দে বা শী ষ


যেমন জেদের ভেতরে থাকে চাষযোগ্য জমির অপঃব্যবহার,  

আমার মধ্যে তুমি থেকে গ্যাছো সময়,

আরও ধুলো বেশ কয়েক বছর পর ধোঁয়া - 

শব্দচাষার চমকের উল্লাস - ভয় হয়।


শোকের ভেতরে যেভাবে থাকে সুখ - 

হতাশার ভেতরে অহংকার - 

নদীও বইতে গিয়ে থমকে তাকায় চারিধার,  

বর্তমানে ভবিষ্যৎ জল ঢালুক।


আমিও জানি তুমিও বুঝেছো কবিতায়,

নিরবতা পোষে সংকল্পের সব গাথা,  

এগিয়ে যাওয়া ঢিলেঢালা প্রাণ হাতে,

প্রাপ্তির ভেতরে যেভাবে থাকে ব্যথা ।


শিক্ষা গোছায় আখের - পেটের টান,  

জ্ঞান পুড়িয়ে টাকা রোজগারে মেতে ,

বোধের ভেতর আর থাকেনা সহজ,  

এভাবে প্রতিটা লড়াই চলেছে ঘেঁটে।