কবিতা --প্রশ্নাতীত
সুকুমার দাস
ব্যথা কাগজে বিকোচ্ছিলো,উদাস হয়ে যা রাতভর লিখেছিলাম।আকাশের উচ্চতায় গিয়েছিলাম,তারার মাঝে চাঁদ হয়ে লুকোতে।শক্ত হলে কবেই ভেঙে যেতাম,নরম ডাল বলে সবার সামনে ঝুঁকেছিলাম,মানুষ রঙ বদলেছিলো নিজের নিজের মতো,আমি…
কবিতা --প্রশ্নাতীত
সুকুমার দাস
ব্যথা কাগজে বিকোচ্ছিলো,
উদাস হয়ে যা রাতভর লিখেছিলাম।
আকাশের উচ্চতায় গিয়েছিলাম,
তারার মাঝে চাঁদ হয়ে লুকোতে।
শক্ত হলে কবেই ভেঙে যেতাম,
নরম ডাল বলে সবার সামনে ঝুঁকেছিলাম,
মানুষ রঙ বদলেছিলো নিজের নিজের মতো,
আমি মেহেন্দীর মতো পিষতে ছিলাম।
অস্তিত্বের প্রশ্ন তো থেকেই যায়,
কিন্তু সব নদী তো সাগরেই মিশতে চায়,
দম বন্ধ হচ্ছিল কবিতা গুলোর ডায়েরির পাতায়,
এখন সেগুলো মুক্ত,
অপছন্দ হোক বা কেউ না পড়ুক,
কিন্তু শ্বাস তো নিতে পারছে।
জীবনের ইচ্ছে সবার থাকে
সে তুমি,আমি বা কবিতা।