Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#দিনলিপি ---- স্নেহাশিস পালিত১৬-০২-২০২১
মূল্যবোধ আর বোধের মূল্য -কথাগুলো অক্ষরমালা হয়ে থাক।নির্বাসনে যাক নির্জন কারাগারে...কিম্বা সংগ্রহশালার কোন ধূলামাখা তাকে,সমাজ ব্যতিব্যস্ত হোক নির্মম অবক্ষয়ে -মর্মে মর্মে বুঝুক নিদারুন নিষ্ঠুর…

 


#দিনলিপি 

---- স্নেহাশিস পালিত

১৬-০২-২০২১


মূল্যবোধ আর বোধের মূল্য -

কথাগুলো অক্ষরমালা হয়ে থাক।

নির্বাসনে যাক নির্জন কারাগারে...

কিম্বা সংগ্রহশালার কোন ধূলামাখা তাকে,

সমাজ ব্যতিব্যস্ত হোক নির্মম অবক্ষয়ে -

মর্মে মর্মে বুঝুক নিদারুন নিষ্ঠুরতার মানে।


অধিকারের দাবী বড় সেকেলে..

কৃষ্টির মেরুদন্ডহীন উপাচার সমাজের বুকে -

রেখে যাক গলিত নির্যাস সভ্যতার জৌলুষে!

স্বস্তির বাতাস ভারী হোক প্রতিহিংসায়,

অবসাদ পুঁজি করে নির্দ্বিধায় মাড়িয়ে যাক

বিবস্ত্র মনুয্যত্বের অসহায় লাশ!


রুগ্ন শ্বাসে খুঁজে ফিরুক বিশুদ্ধ অক্সিজেন,

যদি অবশিষ্ট থাকে কোথাও, কোন খানে।

নতুন সূর্যের প্রত্যাশায় রাত জেগে থাক..

নির্মল রশ্মির শুভ সঙ্কেতের আশায় -

অন্ধকারের বুক চিরে কোন এক সন্ধিক্ষণে

অমায়িক অদৃশ্য হাতের নির্মল পরশে!


স্থান -- বেলঘরিয়া, কোলকাতা/১৫-০২-২০১৮

স্বত্ব সংরক্ষিত@স্নেহাশিস পালিত