Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম--- মনের নৈকট্যে দুরত্বের বাসকলমে  --- রত্না পাল তারিখ- --- 01*02*2021 _______________@______________
সময়কে বর্ণনায় রাখলে মুহূর্তরা শারীরিক হয়ে ওঠে দুরত্বের সীমারেখা লঙ্ঘন করে অনুভবেআমাদের পরিচিত পরিচয় জাগ্রত হয়ে ওঠে বার বা…

 


শিরোনাম--- মনের নৈকট্যে দুরত্বের বাস

কলমে  --- রত্না পাল 

তারিখ- --- 01*02*2021 

_______________@______________


সময়কে বর্ণনায় রাখলে মুহূর্তরা শারীরিক হয়ে ওঠে 

দুরত্বের সীমারেখা লঙ্ঘন করে অনুভবে

আমাদের পরিচিত পরিচয় জাগ্রত হয়ে ওঠে 

বার বার জীবনের আঁকাবাঁকা পথের মোহনায় ।

আবেগী মুহূর্তরা যান্ত্রিক পথে  উজ্বল হয়ে ওঠে 

প্রতিদিন সামনে এসে দাঁড়ায় শব্দাক্ষরের শরীরে ।


দুরত্বকে হেঁকে যায় অনুভূতির জিজ্ঞাসা চিহ্নে


কি করছো  এখন !!

ভোরের শুভেচ্ছা নিলাম- --তোমাকে ও


মনের নৈকট্যে অভিব্যক্তির প্রতিধ্বনি ধরা দেয় ।

কত নিবিড়ে দূরকে কাছে পাওয়া তখন ।


জোছনা ভরা চাঁদের আলিঙ্গন জলরাশির বুকে

আঁধারী রাতের উপাখ্যানে লেখা রয়ে যায় 

ভোরের আভায় সবটুকুই কি মুছে যায়  !

বিগত রাতের প্রণয়  প্রলেপ কি হয় নিঃশেষ  !

প্রশ্নের  কাছে উওর প্রকাশে- -হয় না তো ।


ঠিক আমাদের মতো --তাই না  !

মন প্রান্তরে দুরত্বের প্রত্যহ  রাখা ছাপ ,

না ছুঁয়ে ও ছুঁয়ে থাকার অনুভব

সম্পর্কের স্পন্দন প্রাণবন্ত হয়ে যায়  ।

______________@______________