Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

🌹.               শিশুর অধিকার                   ⚜️⚜️⚜️⚜️⚜️⚜️✍️মানস দাস                                                  ০৯/০২/২০২১ শিশু অধিকার কথার কথানগ্ন দেহ উজান ব্যথা, আত্ম স্বার্থ রক্ষা মোটেশতাংশ আজ খাচ্ছ চেটে। 
রক্ষক সাজ ভ…



 🌹.               শিশুর অধিকার

                   ⚜️⚜️⚜️⚜️⚜️⚜️✍️মানস দাস

                                                  ০৯/০২/২০২১ 

                                                  

শিশু অধিকার কথার কথা

নগ্ন দেহ উজান ব্যথা, 

আত্ম স্বার্থ রক্ষা মোটে

শতাংশ আজ খাচ্ছ চেটে। 


রক্ষক সাজ ভক্ষক বটে 

সুতোর রেখা যাচ্ছে কোটে, 

ভন্ড কথায় দিচ্ছ ডাক 

অবাক দৃশ্য চলছে সবাক। 


ভন্ড সাজ গর্ব চরণ

শিশুর সাজ বস্ত্র হরণ, 

শিক্ষা চেতনা মর্ম জয় 

কিশলয় পন্য হয়! 


কোথায় শিশু কি শিক্ষা! 

পিঠে বোঝা চরম ভিক্ষা, 

আইন পাতায় দ্বন্দ্ব মন 

শাস্ত্র ছেদন সংকীর্তন।


স্বদেশভূমি অবাক দৃশ্য 

মৌল গতি আইন পিষ্ট, 

শতাংশ আজ বাজিমাত

শিশুর দেহ ছয়শো পাট। 


আইন দুর্বল খাচ্ছে খাবি

নাকচাবি আর ফুলনদেবী, 

অট্টালিকা ফুটো ছাদ 

সংঘ করে বাজিমাত। 


আইন এখন লুটোপুটি 

ছন্দ বিহীন দগ্ধ রুটি, 

সাম্যবাদে মঞ্চ ম্লান 

বলদ টানে সংবিধান। 


লুটেরা রাজ অগাধ ভাঁজ

শিশু শ্রম ভিক্ষা কাজ, 

যদু মধু ভক্ত শ্যাম

হরে কৃষ্ণ হরে রাম। 


সব দেখেও চুপটি আছি

বাঁশের আগা দড় কঞ্চি, 

কর্ম হীন ভ্রান্ত নীতি

গর্ব করে বলছে ছাতি। 


দগ্ধ মনে বিষম বাণ

মাথা আসবে টানলে কান, 

এবার তোমার বোঝার পালা

বস্ত্র হরণ গলায় মালা। 


বেকার আইন বেকার কথা 

শিশুর কান্না বুকে ব্যথা, 

চারিদিকে হরিন্নাম

কার অধিকার কিবা দাম! 


ডুবছে সমাজ ভাসছে যান

শিশু অধিকার খান খান, 

বিবেক কুরে রক্ত ক্ষরণ

চারিদিকে বস্ত্র হরণ।


এবার জাগো একটু বোধে 

সভ্য সমাজ ঋণ শোধে, 

ফিরিয়ে নিতে একবার 

পুনর্বার শিশু অধিকার। 

-------------;;;;;;;;;;;;-------------