কথা দেবোনাকলমে: শতমন্যু রায়০৯/০২/২০২০^^^^^^^^^^^^^^^শুধু তোমারই নয়,কোনো বাবা’ই বোধহয় পারেনা কথা রাখতে।তাই আর প্রতীক্ষা নয় ক্যাশাব্ল্যাঙ্কা…বার্ণিডেকে বাবা’র দেহ যে চারকোল হয়ে গেছে!
আজও কেউ কথা রাখেনি – রাখেও নাতা হলে কেন’ই বা…
কথা দেবোনা
কলমে: শতমন্যু রায়
০৯/০২/২০২০
^^^^^^^^^^^^^^^
শুধু তোমারই নয়,
কোনো বাবা’ই বোধহয় পারেনা কথা রাখতে।
তাই আর প্রতীক্ষা নয় ক্যাশাব্ল্যাঙ্কা…
বার্ণিডেকে বাবা’র দেহ যে চারকোল হয়ে গেছে!
আজও কেউ কথা রাখেনি – রাখেও না
তা হলে কেন’ই বা তুমি রাখছ? ….
রুটি আনার কথা দিয়ে তার মা’ও সেদিন ফেরেনি.
রাস্তায় মা, ঘরে লজেন্সের লালসায় মেয়ে ধর্ষিতা।
বিচিত্র বীর্যের দেশেও নিস্তার নেই ক্যাশাব্ল্যাঙ্কা!
তাই কথা রেখোনা। কেউ রাখেনি—তুমিও রেখোনা
জীবন কে বিসর্জন দিতে হয়, কথা রাখতে----
কী লাভ কথা দিয়ে.. কথা রেখে?