Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম- এযুগের দুর্যোধনকলমে- সৌমেন চক্রবর্তী১২/২/২১-------------------------------------ওই যে রহিম চাচার চায়ের দোকানে এত ভিড়, ওরা কি আলোচনা করছে, তোমরা জানো? পথচারী সমস্ত মহিলাদের শারীরিক গঠন নিয়ে ওরা অবিরত ঠাট্টা করছে। 
স্কুল…

 


শিরোনাম- এযুগের দুর্যোধন

কলমে- সৌমেন চক্রবর্তী

১২/২/২১

-------------------------------------

ওই যে রহিম চাচার চায়ের দোকানে এত ভিড়, 

ওরা কি আলোচনা করছে, তোমরা জানো? 

পথচারী সমস্ত মহিলাদের শারীরিক গঠন নিয়ে ওরা অবিরত ঠাট্টা করছে। 


স্কুলে শেষের বেঞ্চে বসে রমেন আর তার দলবলের আজকের আলোচনার বিষয় কী জানো? 

সদ্য রজস্বলা অহেলী,যে শত প্রচেষ্টার পরেও নিজের অবস্থা লুকাতে ব্যর্থ। 


অফিসে একশো ছেলের সঙ্গে একা কাজ  করতে অপর্ণার কেন এত অনীহা? 

উচ্চ নিম্ন সমস্ত স্তরের কর্মচারীর আড্ডা মহল জমে ওঠে ওকে নিয়ে আলোচনায়। 


কখনও কী ভেবেছ? ট্রেনের জেনারেল কামরায় হাজার পুরুষের মাঝে একাকী রানুর কথা। 

কত শত কামুক পুরুষের লোলুপ দৃষ্টিতে সর্বক্ষণ আহত হয় তার ভিতরটা। 


নিশুতি রাতে একাকী বাড়ি ফেরা নার্স চম্পার কথাও আমাকে ভাবায় বৈকি। 

সারাটা দিন আর্ত রোগীর আর্তনাদ শুনেও, সেই একই কান শোনে - 'ও আমার চম্পাকলি'।

 

আজ বলবো রাস্তার ধারে ফুটপাতে বসে থাকা ঐ অন্নদা পাগলীর কথাও। 

স্বামী পরিত্যক্ত অন্নদা কোন্ ঐশ্বরিক ক্ষমতাবলে বছর বছর মা হয়, তা জানো? 


কিংবা ওই যে আমাদের পাড়ার সদ্য বিধবা রিতাবৌদি। 

যে অনিচ্ছা সত্ত্বেও কমবয়সী থেকে বয়স্ক সমস্ত মানুষদের আড্ডায় প্রচ্ছন্ন উপস্থিতি অনুধাবন করে। 


কামলোলুপ পুরুষের অবচেতন মনে আজ সমস্ত নারী মহাভারতের বস্ত্রহীন দ্রৌপদী। 

নারীদের বস্ত্রহীন দ্রৌপদী আখ্যান দিয়ে তারা না জেনেই ঘুরপথে নিজেদের দুর্যোধন বা দুঃশাসন প্রতিপন্ন করেছে ।। 🌹