Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

*ওর পেটেতেও আসতো ছেলে*ভুতুম/শ্রীশুভ✍️( একটি ভয়ঙ্কর সত্য ঘটনা অবলম্বনে 
ছেঁড়া রোদ উঁকি মারে আমার ভাঙা চালেদর্পণেতে মুখটা দেখি, কি'জানি কোন ছলে।
আমিই জানি আমার কি শোক, দেখি দর্পণেতেপেঁয়াজের ঘ্রান হচ্ছে মাখা, আমার ভিজে ভাতে।
আঁটকুড়…

 


*ওর পেটেতেও আসতো ছেলে*

ভুতুম/শ্রীশুভ✍️( একটি ভয়ঙ্কর সত্য ঘটনা অবলম্বনে 


ছেঁড়া রোদ উঁকি মারে আমার ভাঙা চালে

দর্পণেতে মুখটা দেখি, কি'জানি কোন ছলে।


আমিই জানি আমার কি শোক, দেখি দর্পণেতে

পেঁয়াজের ঘ্রান হচ্ছে মাখা, আমার ভিজে ভাতে।


আঁটকুড়ি বউ লোকে বলে, সত্যি - দুজনেতেই জানি

নইলে পরে ভাগ হতো যে, খিদের পান্তা পানি ।


শিমুল তুলো রোজই ভেজে তার - লম্ফো নেভার পরে

জানি আমি, ও'য়ো জানে, এলোনা কেন ঘরে ।


সব, দেবথানে তে ঘুরেফিরে শুধুই মনের ব্যথা

রাত জেগে বউ যায়'যে বলে, গোপন বোবা কথা।


অঘোর ঘুমে আমিও জাগি, মনের কানে শুনি

একে অপর পাশ ফেরাতে, ঘুমেরই জাল বুনি ।


ছেঁড়া রোদ নিয়মে আসে, সেতো তারই মতো

যে'যার মতো লুকিয়ে রাখা, তৃতীয় জনার ক্ষত।


হবে'না জেনেও অলক্ষ্যে ছুঁই, বউয়ের ঢোকা জঠর

পাড়ার খোকায় ভালবাসা, জ্বলিয়ে নিয়ে ভেতর।


গভীর রাতে হিংসা আঁকি, আপন মনে মনে

আধেক রাতের হিংসা আমার বউটা শুধু জানে।


সান্তনা দিই তোর দোষ নয়, আমারই দায় এতে

মুখ ফিরিয়ে বউ শুধু কয়, পাচ্ছ কোথায় খেতে।


আজ সকালেও হাসছিল বউ, পান্তাভাতের জলে

রোজই তো যাও আদ'পেটেতে,কদিন খেতে পেলে?


বছর খেটেও ভরলোনা পেট,রোজই তো আদপেটা

ঠাকুর বোঝেন তাই দেয়নি, তোমার ,আমার বেটা ।


আজ - অনেক খেটে ফিরনু যখন পড়তি বিকেল বেলা

হঠাৎ দেখি আমার ঘরে শতেক লোকের মেলা


পাড়ার খুড়ি বললো কেঁদে, লক্ষী বউটা গেছে চলে

- - - - যাওয়ার আগে বলে গেছে - - - - ,

মোর মরদের পেট'ভরলে,আমার পেটেও আসতো ছেলে।


( স্বত্ব সংরক্ষিত কপিরাইট সহ )