Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা 
বোকা মনের কথা 
মৃত্যুঞ্জয় সরকার 
১২/০২/২০২১
এখন বর্ষা কাল হঠাৎ হঠাৎ মেঘের ঘনঘটা, কখনো রিমঝিম কখনো বা মুষুলবৃষ্টি, কখনো ভয়ঙ্কর দামাল ঝড়, মনের মধ্যে এক দাবানল দাউ দাউ করে জ্বলে...
মাঝে মাঝে আমি দেবদারুর উঁচানো প…

 


দৈনিক সেরা কলম সম্মাননা 


বোকা মনের কথা 


মৃত্যুঞ্জয় সরকার 


১২/০২/২০২১


এখন বর্ষা কাল 

হঠাৎ হঠাৎ মেঘের ঘনঘটা, কখনো রিমঝিম কখনো বা মুষুলবৃষ্টি, কখনো ভয়ঙ্কর দামাল ঝড়, 

মনের মধ্যে এক দাবানল দাউ দাউ করে জ্বলে...


মাঝে মাঝে আমি দেবদারুর উঁচানো পাতার ফাঁক দিয়ে ঘন কালো আকাশের ব্যভিচার দেখি,স্বপ্ন চোখে তোমার নীলচোখে সূর্য কণার শিলাবৃষ্টি দেখি, সেই মৃদুভাষ, সেই দুরন্ত লাজুক ছটফটানি, সেই  উষ্ণায়ণ আলিঙ্গন, কষ্ট হয় কথা না রাখার জঘন্য পাপে। 


কিন্তু তুমি বিশ্বাস করো মল্লিকা আমি প্রতি মুহূর্তে তোমাতেই আছি শুধু মাত্র পাল্টে গেছে আমার চলার পথের আঙ্গিক, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে স্বপ্ন দেখেছি সম্প্রীতির এক স্বাধীন সমাজিক মূল্যবোধের। 


কৌশলী রাজনীতির মারপ্যাঁচে হয়ে গেছি শ্রেণী শত্রু 

মাঝে মাঝে আস্তানা পাল্টাই, প্রতি মুহুর্ত কাটে উদ্বেগ আতঙ্কে, এক নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি, অগণিত নিপিড়িত মানুষের প্রত্যাশার স্বপ্নবীজ প্রত্যন্ত গ্রাম থেকে শহর নগরের ঘিঞ্জি বস্তির ফ্যাকাশে জীবনে বুনে চলি অহরহ, ক্লান্তিহীন ছুটে চলা, শুধু চলা আর চলা... 


আস্তে আস্তে প্রিয় সাথীদের সংখ্যা প্রতিদিন বাড়ছে মনের মধ্যে এক অদ্ভুত উচ্ছ্বাসের ঘুরপাক, মুষ্টিবদ্ধ হাতে সোচ্চার হয়ে উঠি, 


এ লড়াই জীবন প্রতিষ্টার লড়াই 

এ লড়াই মিথ্যাচারিতার বিরুদ্ধে লড়াই 

এ লড়াই অপশিক্ষার বিরুদ্ধে 

এ লড়াই সমাজ বিকাশের, এক মন, এক প্রাণ, এক অর্থনৈতিক কাঠামোর, এক মাহাজাতির ঐতিহ্য সংস্কৃতি সম্প্রীতি ও সুস্থ জীবন প্রতিষ্টার। 


মল্লিকা, আমরা কি ভূল পথে চলছি? তুমিই তো বলেছিলে, কি হবে আত্ম সুখে বরং সবুজতা ডেকে আনো, চারিদিকে আজ ফতোয়া জারি, অতি সন্তপর্নে এগিয়ে চলেছি, যে কোনো মুহূর্তে বুলেটের আঘাতে আঘাতে ঝাঁজরা হয়ে যাবে ভাবুক স্বপ্নের। 


ভয় কি তবু তো নতুন সূর্যোদয় হবে 

প্রত্যাশার বীজ থেকে লক্ষ লক্ষ প্রজন্মের হবে উত্থান 

সে দিন তুমিও বীরঙ্গনা হয়ে ওঠো ঝাঁসির রানীর মতো 

তোমার সৃষ্টিকে একবার বলে দিও কপালে রক্ত টিকা দিয়ে সৃষ্টি করবি যুগে যুগে মৃত্যুঞ্জয়ী প্রাণ... 


চারিদিক থেকে ভেসে আসছে বিভৎস চিৎকার, গোলা বারুদের ঝাঁঝালো গন্ধ, আমরা বিচ্ছিন্ন ভাবে এগিয়ে চলেছি রাতের অন্ধকার ভেদ করে সুর্যোদয়ের পথে.... 


রচনা কাল :১৫/০৮/২০১৮


আভোগ, নান্দুর, পূর্ব বর্ধমান,