Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননাবিভাগ-গদ‍্য কবিতাশিরোনাম-প্রশ্নের ক‍্যানভাসকলমে-সুতপা ব‍্যানার্জী(রায়)তারিখ-১২/২/২১
একটা তুফানি নদীর পাশে দেখেছিলাম তোমাকে,না...না সেদিনই নদীর মতো তুফান ধারণ করি নি,বরঞ্চ তাচ্ছিল্য ভরেই তাকিয়েছিলাম গমন পথে,আ…



দৈনিক সেরা কলম সম্মাননা

বিভাগ-গদ‍্য কবিতা

শিরোনাম-প্রশ্নের ক‍্যানভাস

কলমে-সুতপা ব‍্যানার্জী(রায়)

তারিখ-১২/২/২১


একটা তুফানি নদীর পাশে দেখেছিলাম তোমাকে,

না...না সেদিনই নদীর মতো তুফান ধারণ করি নি,

বরঞ্চ তাচ্ছিল্য ভরেই তাকিয়েছিলাম গমন পথে,

আর একদিন দাঁড়ালাম, সেদিন নদীটা ছিল শান্ত,

কিন্তু তোমার চোখে ছিল আসন্ন ঝড়ের ইশারা,

একটু একটু করে দেওয়ালটা ভাঙছিল সামনে,

মনে হচ্ছিল আলোটা কি সুন্দর নরম মোমের মতো,

আড়ালের কোনো রহস‍্য জানা ছিল না সেরকম,

পতঙ্গ চিরকালীন আলোর ফাঁদে, ডানা ঝাপ্টাচ্ছিল,

নরম আলোটা ধীরে ধীরে লেলিহান আগুন হল,

জ্বালিয়ে পুড়িয়ে খাক করতেই পারত সরে না এলে,

পোড়া দাগটা ধীরে ধীরে মনে গোলাপ হয়ে ফুটল,

সযত্নে পাঁপড়ি সাজানো ছিল একলার রঙমহলে,

গোলাপ দিবস এলেই গোলাপটা সতেজ হয়,

কানাকানি করে বলে কোথায় সে? ডাক তাকে...

অমনি বুকের পোড়া ক্ষতটা বলে ওঠে-"একদম না"

টানাপোড়েনের সন্ধ‍্যে-রাতগুলো এইভাবেই কাটে,

একবার ক‍্যানভাসে রঙ ভরে একবার বিবর্ণ করে,

মনের ছায়াছবিতে অস্পষ্ট প্রচ্ছায়া স্পষ্ট হতে চায়,

চোখ রাঙানি বিকেলরা আছে কড়া পাহারায়।