Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#কবিতা_স্বপ্নঘরে#কলমে:: তুলি চক্রবর্তী 
সূর্য ওঠা সূর্য ডোবা, তোর বুকে মুখ গুঁজেআমার আকাশ পেয়েছিলাম, তোরই মাঝে খুঁজে ।
চেনা শহর গঙ্গার ধারে, আউট্রাম ঘাটেচোখে চোখ রেখে স্বপ্ন বোনা, দিন ঢলে যায় পাটে।
মনে মনে আমরা তখন, ভেনিসে ঘর বাঁধ…

 


#কবিতা_স্বপ্নঘরে

#কলমে:: তুলি চক্রবর্তী 


সূর্য ওঠা সূর্য ডোবা, তোর বুকে মুখ গুঁজে

আমার আকাশ পেয়েছিলাম, তোরই মাঝে খুঁজে ।


চেনা শহর গঙ্গার ধারে, আউট্রাম ঘাটে

চোখে চোখ রেখে স্বপ্ন বোনা, দিন ঢলে যায় পাটে।


মনে মনে আমরা তখন, ভেনিসে ঘর বাঁধি

ভাবিনি তো অলক্ষ্যে তে, ঘনিয়েছিল আঁধি। 


ভাগ্য আমার ছুঁড়ে দিল, হলাম দেশান্তরী

ফেরিওয়ালা মন তোর, বিভিন্ন ঘাটে তরী।


ভেনিসে ঘুরছি এখন, স্বপ্ন নয় সত্যি

ভীষণ মিস করি তোকে, মিথ্যে না একরত্তি।


সাত সমুদ্র দিয়ে ঘেরা, জলের মাঝে দেশ

গন্ডোলায় পাশেই তুই, মনে মনেই বেশ।


বাঁধবো ঘর এখানেই, আসিস যদি তুই

স্বপ্ন দেশ স্বদেশ হবে, ভাববো নিজের ভুঁই। 


তোর বুকে মুখ রেখেই দেখবো, সূর্য ওঠা ভোর

হারানো দিন ফিরে পাবো, যা ছিল আমার তোর।