Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা 14/2/2021 *আটকে আছি ভীড়ে* 
      অসীম দাস 
তোর বৃষ্টি মাখা মুখে আমার শব্দ-সাঁতার সুখ ,তোর বসন্ত- বীজ শ্বাসে আমার অলিন্দ উন্মুখ ।
তোর মেঘনা চুলের ধারায় আমার অনন্ত স্নান হারায়। তোর মাতলা-তালুর মায়ায় আমার সৌর-দুপুর ছায়ায় ।
তোর হংস…

 


কবিতা 

14/2/2021 

*আটকে আছি ভীড়ে* 


      অসীম দাস 


তোর বৃষ্টি মাখা মুখে 

আমার শব্দ-সাঁতার সুখ ,

তোর বসন্ত- বীজ শ্বাসে 

আমার অলিন্দ উন্মুখ ।


তোর মেঘনা চুলের ধারায় 

আমার অনন্ত স্নান হারায়। 

তোর মাতলা-তালুর মায়ায় 

আমার সৌর-দুপুর ছায়ায় ।


তোর হংসধ্বনি স্বরে 

আমার বিষাদ পোড়ে জ্বরে ।

তোর মিশুক অভিমানে 

আমি আসছি নোঙর টানে ।


তোর জোনাক হাসির জোয়ার 

আমি ভেসেই যাবো এবার !

তোর বাসন্তী-চোখ তীরে 

যাবো , আটকে আছি ভীড়ে ।